behind the news
Vision  ad on bangla Tribune
Mojo ad on Bangla Tribune

চলচ্চিত্রের নামেই সাবার নাটক!

বিনোদন রিপোর্ট১৩:২৯, মার্চ ০৭, ২০১৬

সোহানা সাবা। ছবি সাজ্জাদ হোসেন
অভিনেত্রী সোহানা সাবার এখন অবধি পাঁচটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। তার দ্বিতীয় ছবির নাম ‘খেলাঘর’। 

সোহানা সাবা। ছবি সাজ্জাদ হোসেন...এবার ঠিক একই নামে তিনি আসছেন ধারাবাহিক নাটক নিয়ে। দীপ্ত টিভির জন্য নির্মিতব্য এ নাটকের নামও ‘খেলাঘর’। এতে তার অন্যতম সহশিল্পী হিসেবে আছেন নিলয় আলমগীর।
নতুন এ নাটকটিতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, নরেশ ভূঁইয়া, সাবেরী আলম, মোমেনা চৌধুরী ও ঈশানা।
এর গল্প সম্পর্কে জানা যায়, মৃত্যু পথযাত্রী বাবার কথা রাখতে গিয়ে মফস্বলের মেয়ে ঝুমুরের বিয়ে হয় ধনী চাচা আসগর খন্দকারের একমাত্র ছেলে ফারহানের সাথে। বিয়ের বেশ কিছুদিন ভালোই কাটে। সবকিছু স্বাভাবিক থাকলেও একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যেতে হয় সাবাকে। এরপর নানা ঘটনা নাটককে টেনে নিয়ে যাবে।
এর মাধ্যমে এবারই প্রথম চ্যানেলটি নিজস্ব শিল্পীর বাইরে ধারাবাহিক নাটক নির্মাণ করলো।
চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন নাটকটির দৃশ্যধারণের কাজ চলছে। শিগগির এটি প্রচারে আসবে। সপ্তাহে ছয় দিন চ্যানেলটিতে দেখানো হবে নাটকটি।
এদিকে, অভিনেত্রী সোহানা সাবা এখন পর্যন্ত ছয়টি ছবিতে কাজ করেছেন। এগুলো হলো- ‘আয়না’, ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ও ভারতের ‘ষড়রিপু’।
নতুন এ কাজটির মাধ্যমে তিনি বেশ কিছুদিন পর ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়া পরিচালক মুরাদ পারভেজের নতুন ছবি ‘দৌড়’-এ তাকে দেখে যাবে।


খেলাঘর নাটকের দৃশ্য
/এম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

Mojo  ad on Bangla Tribune
টপ