X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নারী দিবসে বলিউড তারকাদের টুইট

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ মার্চ ২০১৬, ১৬:৫৬আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৭:০৮

নারী দিবস উপলক্ষে নারীদের প্রতি বলিউড তারকাদের শুভেচ্ছা বার্তায় মুখর রয়েছে টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।  কয়েকজন তারকার সেসব বার্তা তুলে ধরা হলো–নারী দিবসে বলিউড তারকাদের টুইট

শাহরুখ খান: মাঝে মাঝে ভাবি, আমি যদি নারী হতাম...! তারপর বুঝতে পারি, তাদের একজন হওয়ার মতো সাহস, প্রতিভা, আত্মত্যাগের অনুভূতি, নিঃস্বার্থ প্রেম বা সৌন্দর্য্য আমার নেই। নারীদের ধন্যবাদ।

ফারহান আখতার: আসুন, নারী দিবসে আমরা এমন এক বিশ্ব গড়ার জন্য সংকল্পবদ্ধ হই, যেখানে নারীরা সমতা, স্বাধীনতা এবং আত্মসম্মানের সঙ্গে বাস করতে পারবে।

দিয়া মির্জা: প্রিয় নারীরা, নিজের প্রতি সচেতন হও, শিখতে থাকো। নিজে যা ভালোবাসো তাই করো।

সোনাক্ষী সিনহা: নারীরা, নিজের ক্ষমতা পড়ে যেতে দিও না! তোমরা সবাই বিশেষ, আর এর ওপর তোমাদের আস্থা রাখতে হবে। নারী দিবসের শুভেচ্ছা!

জ্যাকুলিক ফার্নান্দেজ: কি করে প্রকৃত নারী হয়ে ওঠা যায়? আপনাদের চিন্তাগুলো জানতে চাই।

রঙ্গানাথন মাধবন: নারীদের জানাই নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

মন্দিরা বেদি: নারী হিসেবে সুখে থাকো এবং গর্বিত হও। আসুন, নারী দিবস বছরে কেবল একদিন উদযাপন না করে তা বছরের প্রতিটা দিন উদযাপন করি।
নন্দিতা দাশ: নারী দিবসের শুভেচ্ছা। টোকেন হিসেবে নয়, বরং একটি আরও সমতাপূর্ণ এবং সহানুভূতিশীল বিশ্ব গড়ার স্বপ্ন এবং অঙ্গীকার হিসেবে।
রিতেশ দেশমুখ: নারীদের জন্যই পৃথিবী এক উত্তম জায়গা। ধন্যবাদ নারীদের।

 নন্দিতা দাশ ও রিতেশ দেশমুখ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি।  

/এসএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা