Vision  ad on bangla Tribune

শুভ’র কণ্ঠে গোষ্ঠ গোপালের গান

বিনোদন রিপোর্ট০৮:৩৯, মার্চ ১০, ২০১৬

কাজী শুভপ্রখ্যাত বাউল সাধক গোষ্ঠ গোপাল দাস। যার হাত ধরেই সমৃদ্ধ হয়েছে পল্লীগীতি। ভাটিয়ালি, ভাওয়াইয়া , জারি, মুর্শিদী গানগুলো তিনি তুলে ধরেছিলেন। সেই সাধক শিল্পীর গান গাইলেন সংগীতশিল্পী কাজী শুভ। ‌
'ও জীবন রে ছাড়িয়া না যাস মোরে' শিরোনামের গানটি নতুন সংগীতায়োজনে গাইলেন তিনি। সংগীতায়োজন করেছেন রাফি।
সিঙ্গেল ট্র্যাক হিসেবে প্রকাশ পেতে যাওয়া এই গানটি গানচিল মিউজিকের নিজস্ব ওয়েবসাইট www.gaanchill.com থেকে সংগ্রহ করা যাবে।
এছাড়াও আগামী সপ্তাহ থেকে এই গানটির ভিডিও তৈরি হচ্ছে।
গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেল ও বিভিন্ন টেলিভিশনে গানটি প্রচার হবে শিগগির।

/এম/এমএম/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ