behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

‘দারুণ পোস্টার এ আর!’

বাংলা ট্রিবিউন ডেস্ক০০:৩৮, মার্চ ১২, ২০১৬

নিজের লেখা কাহিনী নিয়ে নির্মিত হতে যাওয়া ‘নাইনটি নাইন সংস’ ছবির পোস্টার উন্মোচন করলেন অস্কারজয়ী ভারতীয় সংগীতশিল্পী এ আর রহমান। একইসঙ্গে চলচ্চিত্র প্রযোজনায় যাত্রা শুরু হলো তার।

‘নাইনটি নাইন সংস’ ছবির পোস্টারপোস্টারে দেখা যায়, এক যুগল পিয়ানো ধরে ঝুলছে। আর পিয়ানোটি আকাশ থেকে ঝোলানো রয়েছে। পোস্টার উন্মোচনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আর রহমান বলেন, ‘আপনাদের সমর্থন আর শুভ কামনা সঙ্গে নিয়ে আমি আমার প্রথম ছবির পোস্টার প্রকাশ করছি।’

এ আর রহমানের ছবির পোস্টারটি নিয়ে ব্যাপক প্রশংসা করেন বলিউড তারকা আমির খান। তিনি লিখেছেন- ‘দারুণ পোস্টার এ আর! ছবিটি ভালোভাবে যেন নির্মাণ করতে পারেন তার জন্য আপনার প্রতি শুভকামনা থাকলো।’

বিশেষ কৃষ্ণমূর্তির পরিচালনায় এবং এ আর রহমানের প্রযোজনায় ‘নাইনটি নাইন সংস’ আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।  সফল সুরকার হতে চান এমন এক সংগ্রামী সংগীতশিল্পী আত্ম-উদ্ভাবনের কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফইউ/এমএম/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ