behind the news
Vision Led ad on bangla Tribune

দোয়া চেয়েছেন সবার কাছেবামরুনগ্রাদ হাসপাতালে সুজানা

বিনোদন রিপোর্ট১৫:১৩, মার্চ ১২, ২০১৬

বামরুনগ্রাদ হাসপাতালে সুজানা জাফরব্যাংককের বিখ্যাত বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুজানা জাফর। গেল দুদিন ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে মারাত্মক কোনও ব্যাধি নয় বলেই জানান  তিনি।


সুজানা জানান, দুশ্চিন্তার কিছু নেই। অ্যান্ড্রোসকপি ও পাকস্থলি পরীক্ষা করাতেই তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছেন। সবার কাছে দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবিও প্রকাশ করেছেন হাসপাতালে চিকিৎসাধীন সুজানা। চেকআপ করার জন্য হাসপাতালে আরও কিছুদিন থাকতে হবে বলে জানান তিনি।

গত সপ্তাহে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে অনেকটা নীরবেই ঢাকা ত্যাগ করেন তিনি। চলতি সপ্তাহের শেষের দিকে তিনি ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন।

এদিকে ব্যাংককে যাওয়ার আগে কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ চলছিল তার। এগুলোর মধ্যে রয়েছে ‘নন স্টপ’, ‘এই শহরে’ ও ‘রোড নম্বর ৭ বাড়ি নম্বর ১৩’।  ব্যাংকক থেকে ফিরে নাটকের শ্যুটিংয়ের পাশাপাশি একটি বিজ্ঞাপনেরও কাজও করার কথা রয়েছে তার।

/এমএম/

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ