behind the news
Vision  ad on bangla Tribune

মধ্যরাতে সাত মাইল

বিনোদন রিপোর্ট১৪:২৩, মার্চ ১৩, ২০১৬

নাটকের একটি দৃশ্যে তৌকির ও জেনি।নতুন বিয়ে করেছে ইমরান, স্ত্রী সন্তান সম্ভবা, যুদ্ধ শুরু হয়েছে, শহর থেকে সবাই প্রায় গ্রামমুখী। ইমরানের যুদ্ধে যাওয়ার ইচ্ছে কিন্তু মার কথা এই অবস্থায় স্ত্রীকে ফেলে যুদ্ধে যাওয়া যাবে না। এর মধ্যেই খবর আসে আজ রাতেই পাক সেনারা হানা দেবে।
বাধ্য হয়ে সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে পা বাড়ায় ইমরান। রাতের আঁধারে সাত মাইল হেঁটে গন্তব্যস্থলে পৌঁছে তারা। কিন্তু শেষ পর্যন্ত স্ত্রী ও নবজাতক সন্তান স্বাধীন দেশের মুক্ত আলো দেখতে পারবে তো?
এমন প্রশ্নের জবাব পাওয়া যাবে ‘মধ্যরাতে সাত মাইল’ নাটকে। রাবেয়া খাতুনের গল্পে নির্মিত হলো স্বাধীনতা দিবসের বিশেষ এ নাটক। এতে জুটিবদ্ধ হয়েছেন তৌকীর আহমেদ ও জেনি। চ্যানেল আই এর জন্য এ নাটকটি নির্মাণ করেছেন আবুল হায়াত। নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম।
এটি প্রচার হবে ২৬ মার্চ রাত ৭টা ৫০ মিনিটে। এতে আরও অভিনয় করেছেন নাজমুল হুদা বাচ্চু, রজত, শফিক খান দিলু প্রমুখ।
/এস/এমএম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

Mojo  ad on Bangla Tribune
টপ