behind the news
Vision Led ad on bangla Tribune

ডালাসে হলো নাচ ও গানের কর্মশালা

বিনোদন রিপোর্ট১৬:১৭, মার্চ ১৫, ২০১৬

গত ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ডালাসে ‘একাডেমি অব বাংলা আর্টস অ্যান্ড কালচার’-এর উদ্যোগে শহীদ দিবস উপলক্ষে নাচ ও গানের কর্মশালা সহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডালাসের মঞ্চে নীপা ও শিবলীর পরিবেশনা।ডালাসে বসবাসরত প্রায় ৩০ জন বাংলাদেশী ছাত্রছাত্রী কর্মশালায় অংশ নেন। শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদ ও আবুল হাসান তপন তিন সপ্তাহব্যাপী এই নৃত্য কর্মশালা পরিচালনা করেন। স্থানীয় ছেলে-মেয়েদের প্রশিক্ষণ দিয়ে নৃত্য পরিবেশনের এই উদ্যোগ খুবই ব্যতিক্রমী।

নৃত্যনাট্য ছাড়াও খ্যাতনামা নজরুল সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরার পরিচালনায় গানের একটি কর্মশালাও সেখানে অনুষ্ঠিত হয়।

এদিকে কর্মশালার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের অংশগ্রহণে জনপ্রিয় লোকজ নৃত্যনাট্য ‘মহুয়া’ মঞ্চস্থ হয়। গান পরিবেশন করেন ফাতেমা তুজ জোহরাও।

ডালাসের সিটি পারফরমেন্স হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির প্রেসিডেন্ট রাশেদ হোসাইন। প্রতি বছর একাডেমির উদ্যোগে স্থানীয় বাংলাদেশী ছেলেমেয়েদের অংশগ্রহণে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/এমএম/

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ