X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

তিন দিনেও দেখা নেই জিৎ-ফারিয়ার!

বিনোদন রিপোর্ট
১৫ মার্চ ২০১৬, ১৭:১৪আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৩:২৯

তিন দিন পেরিয়ে গেল। নায়ক-নায়িকা দু’জনে একই শহরে। অথচ কারও দেখা নেই, চোখে চোখে কথা নেই! শ্যুটিংয়ে অ্যাকশন-কাট কিংবা মেকআপ রুম ভাগাভাগি তো পরের কথা। প্রসঙ্গ কলকাতার জিৎ আর ঢাকার নুসরাত ফারিয়া। ছবি শ্যুটিং চলতি ‘বাদশা’।

নুসরাত ফারিয়া। ছবি: সাজ্জাদ হোসেন। শনিবার রাতে এ ছবির শ্যুটিংয়ের জন্য ঢাকায় নেমেছেন জিৎ। পরদিন থেকে টানা শ্যুটিং করছেন তিনি। অথচ তার নায়িকা ফারিয়া এখনও তার দেখাই পাননি! এমনটাই জানালেন নুসরাত।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে ফারিয়া বলেন, ‘জিতের সঙ্গে অভিনয় করবো। এ নিয়ে আমি খুব খুশি। এটাই স্বাভাবিক। তারচেয়ে বড় বিষয় তিনি আমার শহরে এসেছেন, অথচ তার সঙ্গে এখনও দেখা করতে পারিনি। আবার একই ছবির নায়িকা আমি! অবিশ্বাস্য হলেও এটাই বাস্তবতা। এখনও শ্যুটিং ইউনিট থেকে আমার ডাক আসেনি। তাই দেখাও হয়নি জিৎ বাবুর সঙ্গে। আমিও একটু ব্যস্ত ছিলাম অবশ্য।’

হতাশার কথা শুনিয়ে খানিক আশাও জাগালেন ছটপটে নুসরাত। বললেন, ‘সবুরে মেওয়া ফলে শুনেছি। তিন দিন পর কাল (বুধবার) সকালে দেখা হচ্ছে আমাদের। চলবে শ্যুটিংও। সব মিলিয়ে কাল সকালের অপেক্ষায় আমি খুব এক্সাইটেড।’

নুসরাত ফারিয়া। ছবি: সাজ্জাদ হোসেন। কাল বুধবার না হয় দেখা মিলবে নায়ক-নায়িকার। কিন্তু গেল তিন দিনে ক্ষনিকের সৌজন্য সাক্ষাতও কি হয়নি আপনাদের? জবাবে ফারিয়া বললেন, ‘আগেই বলে রাখছি, আমি উনার (জিৎ) পাগল ফ্যান। সত্যি বলতে আমি গেল তিন-চার দিন যুক্তরাজ্যের ভিসা সম্পর্কিত কাজে ব্যস্ত ছিলাম। এ ছবির (বাদশা) শ্যুটিংয়ে আমরা শিগগিরই সেখানে যাচ্ছি। তাই ঢাকার শ্যুটিংয়ে ব্যস্ত হওয়ার আগে যুক্তরাজ্যের বিষয়টি গুাছিয়ে নিলাম। সে জন্যই তার সঙ্গে সৌজন্য সাক্ষাতও করা হয়নি আমার।’

নুসরাত ফারিয়া আরও জানান, ঢাকার শ্যুটিং শেষ করে আগামী ২৭ মার্চ কলকাতায় যাবেন ‘বাদশা'র ভারত অংশের কাজে। এরপর ১২দিনের জন্য লন্ডনে যাবেন বেশ কিছু গানের দৃশ্যধারণের কাজে।’

যৌথ প্রযোজনার ছবি ‘বাদশা’ পরিচালনা করছেন বাংলাদেশের প্রযোজক আব্দুল আজিজ ও কলকাতার বাবা যাদব।

/জেডএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা