X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কঙ্গনা মানসিক রোগী: হৃত্বিক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ মার্চ ২০১৬, ১৯:৫৪আপডেট : ১৬ মার্চ ২০১৬, ২০:৩৬

কঙ্গনা ও ও হৃত্বিক... বলিউড তারকা হৃত্বিক রোশন এবং কঙ্গনা রানাউতের মধ্যকার ‘ঠাণ্ডা যুদ্ধ’ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গড়িয়েছে আইনি নোটিস পর্যন্ত। সেখানেই কঙ্গনাকে তীর্যকভাবে আক্রমণ করেছেন হৃত্বিক।
মুম্বাই মিররের প্রথম পাতায় প্রকাশিত খবরে বলা হয়, হৃত্বিক তার নোটিসে কঙ্গনা সম্পর্কে বলেন, তিনি অ্যাসপারগার নামক মানসিক রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত ব্যক্তি সামাজিক যোগাযোগ এবং মানবিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যায় ভোগেন এবং কল্পনাপ্রবণ চিন্তা-ভাবনা পোষণ করেন। আর একে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রচারমাধ্যম সরগরম।
হৃত্বিক রোশন-কঙ্গনা মধ্যে সংঘাতের তীব্রতা বাড়ে কঙ্গনা হৃত্বিককে প্রকাশ্যে নিজের ‘সিলি প্রাক্তন’ বলে সম্বোধন করায়। এরপর কঙ্গনার নাম উল্লেখ না করে হৃত্বিক বলেন, ‘এধরনের কোনও মহিলার সঙ্গে প্রেম করার চেয়ে পোপের সঙ্গে প্রেম করা ভাল।’ তিনি টুইটারে লিখেছেন, ‘আমার একজন পোপের সঙ্গে একটা সম্পর্ক থাকার সম্ভাবনা আছে। কিন্তু সংবাদমাধ্যমে যে সমস্ত মহিলাদের নাম ঘুরে বেড়াচ্ছে, হয়তো তারা আকর্ষণীয় হতে পারেন, তবে আমার কোনও ইচ্ছা নেই তাঁদের সঙ্গে সম্পর্কে জড়ানোর।’
তবে এর আগে মৌখিক আক্রমণ চললেও এবার তারা আইনের আশ্রয় নিলেন। একে-অপরকে আইনি নোটিস পাঠালেন তারা।
ওই নোটিসের পাল্টা কঙ্গনাও একটি আইনি নোটিস পাঠিয়েছেন হৃত্বিককে। সেখানে তিনি অভিযোগ করেছেন, হৃত্বিক তাকে হুমকি দিচ্ছেন। কঙ্গনা আরও বলেন, সেই সাক্ষাত্কারে তিনি কোথাও হৃত্বিকের নাম উল্লেখ করেননি। কাজেই মানহানির প্রশ্নই নেই। কঙ্গনার এক ঘনিষ্ঠ সূত্রের তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে।


সূত্র: হাফিংটনপোস্ট, এবিপি আনন্দ।

/এসএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!