behind the news
Vision  ad on bangla Tribune

শরণার্থী শিবিরের মধ্যমণি জোলি

বাংলা ট্রিবিউন ডেস্ক০০:০০, মার্চ ১৮, ২০১৬

অ্যাঞ্জেলিনা জোলিহলিউড অভিনেত্রী ও ইউএনএইচসিআরের শুভেচ্ছা দূত অ্যাঞ্জেলিনা জোলি গ্রিসের একটি শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের দ্বারা বেষ্টিত হয়ে পড়েন।
এতে শরণার্থীদের কাছে পৌঁছতে সমস্যায় পড়ে তার গাড়ি। তবে নিজের দায়িত্বের জায়গায় বেশ প্রাণবন্ত ছিলেন এ তারকা। এসময় শিবিরের শিশুদের নিয়েই ঘুরে বেড়ান জোলি।
তিনি বলেন, ‘শরণার্থীরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। তাদের সাহায্য প্রয়োজন।’
একই সফরে গ্রিক প্রেসিডেন্ট অ্যালেক্সিজ সাইপ্রাসের সঙ্গেও সাক্ষাত করেন জোলি। বৃহস্পতিবার গ্রিসে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন বলে এক বিবৃতিতে জানান তিনি।
তিনি বলেন, ‘কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে আলোচনা করে শরণার্থী শিবিরের পরিস্থিতি উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টা করবো।’
জোলির এই সফর সীমান্ত খুলে দেওয়ার বিষয়ে প্রভাব রাখতে পারে বলেও ধারণা করছেন অনেকে।
সূত্র: এনডিটিভি
/ইউআর/এম/ 

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

Mojo  ad on Bangla Tribune
টপ