behind the news
Vision  ad on bangla Tribune
Mojo ad on Bangla Tribune

সোলসের গানে আমব্রিন

বিনোদন রিপোর্ট১৫:৩৯, মার্চ ১৮, ২০১৬

প্রায় পাঁচ বছর আসছে না ব্যান্ড সোলস-এর নতুন গান। তবে সোলস ভক্তদের জন্য সুখবর হচ্ছে পহেলা বৈশাখে নতুন একটি গান প্রকাশ পাচ্ছে ভিডিও আকারে। সোলসের সিঙ্গেলস গানটির শিরোনাম ‘চাই চাই’। এটি লিখেছেন শেখ রানা।

ভিডিওতে পার্থ ও আমব্রিন।সম্প্র্রতি নেপাল, কক্সবাজার ও ঢাকার বিভিন্ন লোকেশনে এই গানটির দৃশ্য ধারণ হয়েছে। গানটির ভিডিওতে পার্থ বড়ুয়ার সঙ্গে মডেল হয়েছেন উপস্থাপিকা আমব্রিন।

দীর্ঘ বিরতির পর গান প্রকাশ প্রসঙ্গে সোলস তারকা পার্থ বড়ুয়া বলেন, ‘আমাদের নতুন অ্যালবামের জন্য বেশ ক’টি গান তৈরি করেছি। কিন্তু এখনই অ্যালবাম প্রকাশ করছি না। পহেলা বৈশাখ উপলক্ষে সোলস ভক্তদের জন্য নতুন একটি গান উপহার দিতে যাচ্ছি। আশা করছি নতুন গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

তিনি আরও বলেন, ‘এখন থেকে প্রতি মাসেই সোলসের একটি করে ভিডিও গান প্রকাশ করার ইচ্ছা আছে। কারণ শ্রোতারা এখন গান শোনার পাশাপাশি দেখতেও ভালোবাসে। আমরা শ্রোতাদের নিরাশ করতে চাই না।’

এরই মধ্যে সোলস এর তিনটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। ‘চাই চাই’ গানটি এপ্রিলের প্রথম সপ্তাহে পার্থ বড়ুয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানালেন।

উল্লেখ্য, ২০১১ সালে সোলস-এর সর্বশেষ অ্যালবাম ‘জ্যাম’ প্রকাশ পায়।

সোলস সদস্যরা।/এস/এমএম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

Mojo  ad on Bangla Tribune
টপ