behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

হলো ‘ডুব’ ছবির মহরত

বিনোদন রিপোর্ট২০:৩৪, মার্চ ১৮, ২০১৬

‘ডুব’ ছবির মহরত অনুষ্ঠান।শুভ মহরত হলো মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘ডুব’ (নো বেড অব রোজেস) এর। আজ শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ নগরীর লা-ম্যারিডিয়ান হোটেলে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন ছবির অন্যতম চমক বলিউড-হলিউড প্রশংসিত অভিনেতা ইরফান খান।
মহরত মঞ্চে আরও উপস্থিত ছিলেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, বাংলাদেশের প্রযোজক আব্দুল আজিজ এবং ভারতের এসকে মুভিজের অশোক ধানুকা। অনুষ্ঠানে ‘ডুব’ ছবির ক্ল্যাপস্টিক ধরে এর শুভ মহরত ঘোষণা করেন সবাই। এরপর চলে ছবিটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়।
এদিকে এ ছবির শ্যুটিংয়ে অংশ নিতে ১৬ মার্চ ঢাকায় আসেন ইরফান খান। তিনি এ ছবির সহ-প্রযোজকও। মহরত অনুষ্ঠানে পরিচালক জানান, ছবিটির শ্যুটিং শুরু হচ্ছে ২০ মার্চ থেকে ঢাকার বিভিন্ন এলাকায়। চলবে টানা এক মাস।
টিম ‘ডুব’। ফারুকী, তিশা, ইরফান ও পার্ণো মিত্র।/জেডএ/এমএম/

# ফারুকীর নতুন ছবি ‘ডুব’, তিশার বিপরীতে ইরফান খান!
# ঢাকায় ইরফান খান, ২০ মার্চ আসছেন ২০ দিনের জন্য
# বাংলাদেশের ছবিতে কাজ করাটা ব্যক্তিগত ইচ্ছে: ইরফান খান

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ