behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

সোমবার সোনারগাঁয়ে দাফনদিতির মরদেহ এফডিসিতে নিতে আপত্তি পরিবারের!

মাহমুদ মানজুর১৯:১৭, মার্চ ২০, ২০১৬

দিতি।এদিকে বাংলা ট্রিবিউনের নারায়নগঞ্জ প্রতিনিধি দিতির বড় ভাই মনির হোসেনের বরাত দিয়ে জানান, সোমবার দুপুরে ঢাকা থেকে দিতির মরদেহ সোনারগাঁওয়ের দত্তপাড়ায় বাবার বাড়িতে নিয়ে আসা হবে। পরে বাদ জোহর স্থানীয় মসজিদের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

কিন্তু এমনটা তো কথা ছিল না। তবে কী ৩২ বছরের অভিনয় জীবন পেরিয়ে শেষ বিদায়ের আগে সম্মান প্রদর্শনের জন্য দিতির মরদেহ যাচ্ছে না তার দীর্ঘদিনের কর্মস্থল বিএফডিসিতে? এমন প্রশ্নের সঠিক কোনও জবাব দিতে পারেননি পরিচালক সমিতির মহাসচিব ও দিতির পারিবারিক বন্ধু মুশফিকুর রহমান গুলজার। তিনি শুধু এটুকু বলেন, ‘আসলে এ বিষয়ে কথা হচ্ছে। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি পরিবারের পক্ষ থেকে।’ ...

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ