behind the news
Vision  ad on bangla Tribune

ঢাকায় ব্যাটম্যান ও সুপারম্যানের যুদ্ধ!

বিনোদন রিপোর্ট১৪:৫১, মার্চ ২৩, ২০১৬সুপারহিরোদের যুদ্ধ
যুদ্ধে নামছেন ব্যাটম্যান ও সুপারম্যান! সঙ্গে ওয়ান্ডার ওম্যান। এ যুদ্ধে কে জয়ী হবেন? সেটা দেখার জন্য অধীর আগ্রহে অগণিত দর্শক। শেষ হচ্ছে অপেক্ষার প্রহর।
যুদ্ধ জয়ের মিশন নিয়ে শিগগির দর্শকদের সামনে আসছেন দুনিয়া কাঁপানো দুই সুপারহিরো। তাদের এই যুদ্ধ দেখা যাবে বড় পর্দায়। প্রথমবারের মতো এক ছবিতে কাজ করেছেন ব্যাটম্যান ও সুপারম্যান। ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ নামের এ ছবি আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৫ মার্চ। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে এদিন ঢাকায়ও মুক্তি পাবে ছবিটি।

রাজধানীর স্টার সিনেপ্লেক্সে এটি আসছে এদিন থেকে।

‘ম্যান অব স্টিল’ ছবির পর এতে আবার সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা হেনরি ক্যাভিল। অন্যদিকে প্রথমবারের মতো ব্যাটম্যানের পোশাক গায়ে দেখা যাবে জনপ্রিয় হলিউড তারকা বেন অ্যাফ্লেককে। ওয়ান্ডার ওম্যান হিসেবে আছেন ইসরায়েলের অভিনেত্রী গল গ্যাডোট। এ ছাড়াও অভিনয় করেছেন জেসি আইজেনবার্গ, অ্যামি অ্যাডামস, ডায়েন লেন, লরেন্স ফিশবার্ন, জেরেমি আয়রন্স, হলি হান্টার। জ্যাক স্নাইডার পরিচালিত এ ছবির নির্মাণ ব্যয় ২৫ কোটি ডলার। ছবিটির সবচেয়ে বড় চমক হলো সুপারম্যান, ব্যাটম্যান, ওয়ান্ডার ওম্যানের মতো কমিক চরিত্রগুলো দেখা যাবে একসঙ্গে।

/এমআই/এম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ