behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

এক মঞ্চে মোনালি ও চার ব্যান্ড

বিনোদন রিপোর্ট১৬:৩০, মার্চ ২৪, ২০১৬

সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ঢাকায় আয়োজন করা হয়েছে ‌'শেয়ার দ্য মিউজিক'। এতে ভারতীয়শিল্পী মোনালি ঠাকুর ও বাংলাদেশ থেকে জেমসের গাওয়ার কথা জানিয়েছিল আয়োজক ইন্টিগ্রেডি ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট।

মোনালি ঠাকুর।কিন্তু বিশেষ কারণে এ আসরের মঞ্চে উঠছেন না জেমস। তবে বাংলাদেশের চারটি ব্যন্ড থাকছে মোনালির পাশাপাশি। এগুলো হলো আর্টসেল, শূন্য, ইউটার্ন ও উপশহর। আয়োজক প্রতিষ্ঠানের ইভেন্ট ম্যানেজার প্রদীপ চৌধুরী বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে এ কনসার্টটি আগামী ৩০ মার্চ মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হবে।

আয়োজনের সমন্বয় করছে, পেজ থ্রি নামের একটি সংগঠন। তারা জানায়, তিনটি ক্যাটাগরিতে টিকিট বিক্রয় চলছে। এ আয়োজনের অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলা ট্রিবিউন।
মোনালি সর্বশেষ ২০১৪ সালের ২৮ জুলাই ঢাকা এসেছিলেন। ঈদের চাঁদরাতের সে আয়োজনে সরাসরি গেয়েছিলেন আরটিভির স্টুডিওতে।

পশ্চিমবঙ্গের মেয়ে মোনালি ঠাকুর ২০০৬ সালে ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতায় অংশ নেন। এরপর বলিউডেও কণ্ঠ দেন তিনি। গান গাওয়ার পাশাপাশি অভিনয়েও নাম লিখিয়েছেন মোনালি।

মোনালি ঠাকুর।/এম/এমএম/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ