behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

দুর্ঘটনায় নাক ভেঙেছে নায়লা নাঈমের

বিনোদন রিপোর্ট১৭:১৪, মার্চ ২৪, ২০১৬

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আলোচিত মডেল নায়লা নাঈম। গতকাল বুধবার একটি অটোরিক্সায় (সিএনজি) যাওয়ার সময় পথিমধ্যে আহত হন। দুর্ঘটনাটি ঘটে ঢাকার অদূরে গাজীপুর এলাকায়। তাৎক্ষনিকভাবে গাজীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন।

আইটেম গানে নাচছেন নায়লা নাঈম। ছবি: সাজ্জাদ হোসেন।নায়লা বলেন, ‌‌'বুধবার রাতে আমি অটোরিক্সা করে যাচ্ছিলাম। অন্ধকারে অটো চালক স্পিডব্রেকার দেখতে পাননি। স্পিড না কমানোর ফলে আমি অটো থেকে ছিটকে পড়ে যাই। প্রায় ১৫ ফুট দূরে  গিয়ে ছিটকে পড়ি। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছি। নাকের হাড়ও ভেঙে গেছে।'

তিনি জানালেন, নাকের অবস্থা বেশ গুরুতর। এখন চিকিৎসা চলছে। এছাড়াও তিনি হাঁটুতে বেশ আঘাত পেয়েছেন।

নায়লা নাঈম গাজীপুরে নিজের একটি শ্যুটিং স্পট গড়ে তুলছেন। এখন চলছে সেটির নির্মাণ কাজ।  দুর্ঘটনার রাতে (বুধবার) তিনি অটোরিক্সাযোগে সেখান থেকে আসে-পাশে কোথাও যাচ্ছিলেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, নায়লা নাঈমের মিডিয়ায় যাত্রা একটি মুঠোফোনের বিজ্ঞাপনের মাধ্যমে। তবে তিনি প্রীতম আহমেদের ‘ভোট ফর ঠোঁট’ গানের মডেল হয়ে সর্বাধিক আলোচনায় আসেন। বিশেষ করে খোলামেলা পোশাকের কারণে। এরপর ‌'রানআউট' ও ‌'রাত্রির যাত্রী'সহ বেশ কয়েকটি ছবিতে আইটেম গানে অংশ নেন।

নায়লা নাঈম।/এম/এমএম/

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ