Vision  ad on bangla Tribune

আসিফের জন্মদিনে ‌'প্রজেক্ট ডলি সায়ন্তনী'!

বিনোদন রিপোর্ট১৪:৫৬, মার্চ ২৫, ২০১৬

‘প্রজেক্ট ডলি সায়ন্তনী’২৫ মার্চ (আজ) কণ্ঠশিল্পী আসিফ আকবরের ৪৫তম জন্মদিন। এদিনকে ঘিরে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি, ফেসবুকে। বরং বলা যায়, এটির মাধ্যমে নতুন খবর দিয়েছেন ভক্তদের।


আর সেটা হলো 'প্রজেক্ট ডলি সায়ন্তনী'।

আসিফের কথায়, ''আমার দীর্ঘদিনের বন্ধু বাংলাদেশের সেরা ভার্সেটাইল সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর সঙ্গে আমার একটি ডুয়েট স্যুভেনির প্রকাশ পেলো আজ (শুক্রবার)। নাম ‌'প্রজেক্ট ডলি সায়ন্তনী'। শ্রী প্রীতমের কথা ও সুরে কিছু আলাদা ধাঁচের গান রয়েছে এখানে।’’

ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‌‌''চোখের সামনে অ্যালবাম প্রকাশের তিনটি মাধ্যম দেখার সৌভাগ্য হয়েছে। প্রথমত, ফিতার ক্যাসেট। পরে সিডি ও বর্তমানে অনলাইন মাধ্যম। লক্ষ লক্ষ ক্যাসেট সিডি একসময় বিক্রি হত মুড়ি-মুড়কির মতো । ফিতার যুগ শেষ বহু আগে, ‌'কোমায়' আছে সিডি বিক্রি আর গরম আছে অনলাইন প্রকাশনার বাজার। তাই গানের ক্ষেত্রে অ্যালবাম শব্দটি এখন যাদুঘরে। আপনাকে আমি গানের কোড কিংবা লিংক গিফট করতে পারিনা। কিন্তু স্যুভেনির হিসেবে গানের একটা সিডি গিফট করতেই পারি। যেটা শোনার জন্য সিডি প্লেয়ারই হয়তো আপনার কাছে নেই! তবুও এই জন্মদিনে আমি আমার ভক্তদের জন্য উপহার হিসেবে প্রকাশ করলাম স্যুভেনির অ্যালবামাটি।''

তিনি আরও বলেন, ‌‌'কৃতজ্ঞতা লেজার ভিশনের কর্ণধার আরিফ ভাই এবং মাজহার ভাইয়ের প্রতি। প্রযোজক হিসেবে নয়, সংগীতপ্রেমী মানুষ হিসেবে তারা সিংহ হৃদয়। যারা অ্যালবামটি ফিজিক্যালি প্রকাশ করেছেন।’

/এম/এমএম/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ