behind the news
Vision  ad on bangla Tribune

প্রতি দুই সপ্তাহে প্রেমিক বদলান!

বাংলা ট্রিবিউন ডেস্ক০০:০৮, মার্চ ২৭, ২০১৬

গিগি হাদিদ।প্রতি দুই সপ্তাহে প্রেমিক বদলান বলে মার্কিন মডেল ও অভিনেত্রী গিগি হাদিদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এক ব্যক্তি। বুধবার রাতে টুইটারে দেওয়া এক পোস্টে ২০ বছরের এ মডেলের বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়।


এতে বলা হয়, গিগি বহু সংখ্যক পুরুষের সঙ্গে ডেটিং করেন। তবে ওই টুইটটি পরে ডিলিট করে দেওয়া হয়। টুইটে বলা হয়, প্রতি সপ্তাহে বয়ফ্রেন্ড বদলান গিগি হাদিদ। ওই টুইটের পাল্টা উত্তরও দিয়েছেন গিগি।

এই মুহূর্তে প্রাক্তন ‘ওয়ান-ডিরেকশন’ তারকা জায়ান মালিকের সঙ্গে ডেট করছেন গিগি হাদিদ। তারসঙ্গে একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, তিন বছরে তিনজনের সঙ্গে ডেট করেছি, তাতে কী! আমার সবসময়ই ভালো গেছে।

গত বছর গিগি হাদিদের ক্ষেত্রে বিচ্ছেদের ঘটনা ঘটেছে দুইবার। প্রথমবার মার্কিন গায়ক ও অভিনেতা জো জোনাসের সঙ্গে, দ্বিতীয়বার ছিলেন অস্ট্রেলীয় সংগীতশিল্পী কডি সিম্পসন। বর্তমানে ব্রিটিশ সংগীতশিল্পী জেইন মালিকের সঙ্গে প্রেম করছেন তিনি।

গিগি হাদিদ ও জেইন মালিক।/এমপি/এমএম/

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ