behind the news
Vision  ad on bangla Tribune

ক্যাট-রণবীর বিচ্ছেদ প্রসঙ্গে কারিনা

বাংলা ট্রিবিউন ডেস্ক১৫:৫৯, মার্চ ২৭, ২০১৬

ক্যাট-রণবীর বিচ্ছেদে যা বললেন কারিনা।কারিনা কাপুরের সঙ্গে ক্যাটরিনা কাইফের যে বেশ ভাব আছে তা মাঝেমধ্যেই দেখা যায়। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙ্গায় সেই সুসম্পর্ক থাকবে কি? এ বিষয়ে কারিনার অবস্থান স্পষ্ট। তিনি বলেন, ‘ক্যাটরিনার সঙ্গে আমার সম্পর্কের কিছুই বদলাবে না।’

এর মধ্যেই কারিনা ও কারিশমা দুইজনের সঙ্গে ইন্সটাগ্রামে ক্যাটরিনার ছবি দেখা গিয়েছে। কারিনা বলেন, ‘আমি কেন বদলাবো? আমি একজন আলাদা মানুষ আর আমার সিদ্ধান্ত নিজেই নিই।’

ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদ নিয়ে ভাই রণবীরের প্রতি তার কোনও উপদেশ আছে কিনা জানতে চাইলেও নেতিবাচক উত্তর দেন স্পষ্টভাষী কারিনা। তিনি বলেন, ‘আমি ওকে কোনও উপদেশ দিতে যাব কেন? রণবীর একজন প্রাপ্তবয়স্ক দায়িত্বশীল মানুষ। ওর যথেষ্ট বয়স হয়ছে, ও আর বাচ্চা নেই।’

সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/ইউআর/এমএম/   

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ