behind the news
Vision  ad on bangla Tribune

‘ভুল মানুষ পছন্দ করাই আমার স্বভাব’

বাংলা ট্রিবিউন ডেস্ক১০:০৪, মার্চ ২৭, ২০১৬

কঙ্গনা রানাউতপ্রাক্তন প্রেমিক হৃতিক রোশনের সঙ্গে আইনি লড়াইয়ের এক পর্যায়ে কঙ্গনা রানাউত বলেছেন, ভুল মানুষ পছন্দ করা তার স্বভাবের মধ্যেই পড়ে। শনিবার দিল্লীতে এক সেশনে যোগ দেন তিনি। সেখানে আলাপের এক পর্যায়ে রসিকতা করেই নিজের এই অভ্যাসের কথা জানান কঙ্গনা।

বিবাহ ও সম্পর্ক বিষয়ে খোলাখুলি নিজের মতামত জানিয়ে কঙ্গনা বলেন, ‘আজকের দুনিয়ায় বিয়ের অর্থ অন্যরকম। আমাদের তো অর্থনৈতিক বা সামাজিক কারণে কোনও পুরুষের ওপর নির্ভর করতে হয় না। আমরা মেয়েরা যথেষ্ট আত্মনির্ভরশীল, আমাদের এমন মানুষ প্রয়োজন যারা আমাদের সঙ্গে ঠিকঠাক আচরণ করবে।’

প্রসঙ্গত, এর আগে কঙ্গনা-হৃতিকের নাম উল্লেখ না করে ‘প্রাক্তন প্রেমিক’ সম্পর্কে এক উক্তি করায় হৃতিক তার বিরুদ্ধে এক আইনি নোটিশ পাঠিয়ে ক্ষমা প্রার্থনা করতে বলেন।

কঙ্গনা ক্ষমা প্রার্থনা না করে উল্টো আরেকটি আইনি নোটিশ পাঠিয়ে হৃতিককে তার নোটিশ প্রত্যাহার করতে বলেন। অন্যথায় ক্রিমিনাল কেসের মুখোমুখি হতে হবে বলেও সাফ জানিয়ে দেন কঙ্গনা।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/ইউআর/এমএম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

Mojo  ad on Bangla Tribune
টপ