Vision  ad on bangla Tribune

নাচের শ্যুটিংয়ে আহত মিশা সওদাগর

বিনোদন রিপোর্ট১৬:০৬, মার্চ ২৭, ২০১৬

বাসায় আহত মিশা সওদাগর।শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত হলেন অভিনেতা মিশা সওদাগর। সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ ছবির একটি গানের শ্যুটিংয়ে অংশ নেওয়ার সময় আহত হন তিনি।

জানা গেছে, ছবির একটি গানের দৃশ্যে নাচের সময় হঠাৎ তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে এখন তিনি বাড়িতে পূর্ণ বিশ্রামে রয়েছেন।

মিশা বলেন, ‘চিকিৎসক পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। তাই আপাতত বাড়িতেই শুয়ে-বসে থাকি। অনেককেই শিডিউল দেওয়া ছিলো। সবাইকে বিপদে ফেললাম। আমি দুঃখিত এর জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। যেনো দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পারি।’

ছোট ছেলের সঙ্গে মিশা সওদাগর। ছবি: সাজ্জাদ হোসেন/এস/এমএম

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ