X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
বৈষম্য চলচ্চিত্র

পুরস্কার জয়ে প্রদর্শনী

বিনোদন রিপোর্ট
২৮ মার্চ ২০১৬, ১৭:৫৪আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৮:১২

বৈষম্য (জার্নি অব দা হার্ট) জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ছবি ‘বৈষম্য’র (জার্নি অব দা হার্ট) বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আগামীকাল (মঙ্গলবার) বিকালে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে এটি অনুষ্ঠিত হবে।
অ্যাডাম দৌলা পরিচালিত এই ছবির প্রদর্শনীতে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আরও উপস্থিত থাকবেন ছবির অভিনয়শিল্পী, কলাকুশলী, চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অ্যাডাম দৌলা বলেন, ‘‘অত্যন্ত আনন্দের বিষয় হলো, সম্প্রতি ‘বৈষম্য’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। এর আগে ছবিটি ভারতের মুম্বাইয়ের রত্নগিরি এলাকার ‘আনন্দ চিত্র মন্দির’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি ছিল নিঃসন্দেহে আনন্দের সংবাদ। তাই আবারও চলচ্চিত্র ও গণমাধ্যমকর্মীদের জন্য এই ছবির প্রদর্শনীর আয়োজন করেছি।’’
উল্লেখ্য, গত বছরের ২১ মার্চ মুক্তি পাওয়া এ ছবিতে অন্যতম চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মিতা চৌধুরী। এ ছাড়া ১৪ বছর বয়সী আবির হোসেন অংকন কাজ করেছেন ছবির প্রধান চরিত্রে।


/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!