Vision  ad on bangla Tribune

‘সরাসরি’ গীতিকার!

ওয়ালিউল মুক্তা০০:০৪, মার্চ ২৯, ২০১৬

সোমনুর মনির কোনাল। ছবি: সাজ্জাদ হোসেন।কোনাল গান লিখেছেন ও সুর করছেন। এবং সেটা আবার সরাসরি! এই ‌'সরাসরি' বিষয়টাই আগে জেনে নেওয়া যাক।

‌'একদিন গাড়ি করে যাচ্ছিলাম। রাস্তার পাশে কয়েকজন পথশিশু দেখলাম। তাদের দেখেই কিছুটা মন খারাপ হলো। তখনই গাড়িতে বসে গানটি লেখা ও সুর করা। আসলে বলা যায়, তখনই প্রথম রেকর্ডিং! কারণ আমার কাছে কাগজ কলম ছিল না। তাই মুখে মুখেই গানের কথা ও সুর তৈরি করে সরাসরি মোবাইলে রেকর্ড করি। এই গানটি থাকবে আমার পরবর্তী অ্যালবামে।' কোনালের ভাষ্য।

উপস্থিত কথায় গানটি যে মোটেও খারাপ হয়নি- এটাও জানালেন এ শিল্পী। গানটি ইংরেজি ও বাংলায় লেখা। এর শিরোনাম ‌'এসো হাত বাড়াই'।

সোমানুর মনির কোনাল। ছবি: সাজ্জাদ হোসেন।গানটির কথা-সুর কোনালেরই। আর সংগীত করেছেন সাব্বির।

কোনালা জানালেন, তার পরবর্তী এককে গানটি থাকবে। এতে সুর-সুংগীত করছেন দেশের র্শীষস্থানীয় সংগীত পরিচালকরা। এদের মধ্যে আছেন ফোয়াদ নাসের বাবু, বাপ্পা মজুমদার, ফুয়াদ আল মোক্তাদির, মুন ও সাব্বির।

এর মধ্যে ফোয়াদ নাসের বাবু ষাটের দশকের আবহে কাজটি করেছেন। আর ফুয়াদ অ্যালবামের দুটি গান করছেন। অ্যালবামটি প্রকাশ পাচ্ছে এই বৈশাখেই।

এর আগে ২০১২ সালে তার প্রথম একক অ্যালবাম 'কোনালস জাদু' প্রকাশিত হয়েছিল।

/এম/এমএম/

লাইভ

টপ