Vision  ad on bangla Tribune

প্রসঙ্গ আনুশকা শর্মাবিরাটের বিস্ফোরক টুইট!

বিনোদন ডেস্ক১৮:৫৮, মার্চ ২৮, ২০১৬

বিরাট ও আনুশকা।রবিবার রাতেই বিস্ফোরক ইনিংস খেলেছেন ভারতীয় ব্যাটিং কাণ্ডারি বিরাট কোহলি। আর পরদিন (সোমবার) দুপুরে একই কায়দায় টুইট করলেন এ তারকা। টুইটের বিষয়- সরাসরি প্রেমিকা আনুশকা শর্মা!

টুইটে বিরাট লিখলেন, ‘ক্রমাগত অনুশকা শর্মার সম্পর্কে যারা খোঁজখবর চালিয়ে যাচ্ছেন, তাদের লজ্জা হওয়া উচিত। একটু সহানুভূতি রাখুন।’

ঠিক এভাবেই একহাত নিয়েছেন সমালোচক কিংবা ফ্যান-ফলোয়ারদের।

এর পরেই বিরাট যা লিখেছেন, তাতে রসায়নের ইঙ্গিত। ‘ও (অনুশকা) সর্বদা আমাকে ইতিবাচক অনুপ্রেরণা জুগিয়ে গিয়েছে।’

এরপর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যারা ক্রমাগত অনুশকাকে কাঠগড়ায় তুলে চলেছেন এবং যাবতীয় নেতিবাচক জিনিস ওর সঙ্গে জুড়ছেন, তাদের লজ্জা হওয়া উচিত। এরাই আবার নিজেদের শিক্ষিত বলে দাবি করেন। আমি মাঠে কী করছি, তাতে অনুশকার কোনও ভূমিকাই নেই। অথচ ওর ওপরে দোষ চাপিয়ে যাওয়া হচ্ছে ক্রমাগত, ওকে নিয়ে মজা করা হচ্ছে। লজ্জা হওয়া উচিত...।’

বিরাট কোহলির টুইট।সূত্র: ইন্ডিয়ান টাইমস।
/এম/এমএম/

লাইভ

টপ