behind the news
IPDC  ad on bangla Tribune
Vision  ad on bangla Tribune

জেলোর প্রকৃত প্রেম

বাংলা ট্রিবিউন ডেস্ক১৫:৫২, মার্চ ২৯, ২০১৬

জেনিফার লোপেজ।তাদের সম্পর্ক ভেঙ্গে গেছে প্রায় ১২ বছর আগে। কিন্তু জেনিফার লোপেজ এখনও মনে করেন, অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গেই ছিল তার প্রকৃত প্রেম।
জেনিফার ও বেনের প্রেম শুরু হয় ২০০২ সালে, যখন তারা একসঙ্গে কাজ করছিলেন একটি ছবিতে।
জেনিফার বলেন, ‘বিভিন্ন সময়ে মানুষের জীবনে বিভিন্ন রকম ঘটনা ঘটে। তখন বেনের সঙ্গে আমার সত্যিকারের প্রেম হয়েছিল।’
প্রেমের সময় তারা দু’জনে চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে অভিনয় করেন। বেন ৬ পয়েন্ট ১ ক্যারেটের এক গোলাপি হীরার আংটি দিয়ে জেলোর সঙ্গে বাগদান সম্পন্ন করেন।
তবে ২০০৪ সালে, বিয়ের ঠিক আগে আগে ভেঙ্গে যায় সেই বাগদান।
সূত্র: এনডিটিভি
/ইউআর/এমএম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

IPDC  ad on bangla Tribune
টপ