Vision  ad on bangla Tribune

নতুন রূপে ঐশ্বরিয়া

বাংলা ট্রিবিউন ডেস্ক১৩:২৪, মার্চ ৩০, ২০১৬

সর্বজিৎ ছবিতে ঐশ্বরিয়ানতুন রূপে পর্দায় আসছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। যার এক ঝলক দেখা গেল মঙ্গলবার।
নতুন ছবি ‘সর্বজিৎ’-এ তাকে দেখা যাবে সর্বজিতের বোন দালবীরের ভূমিকায়।
ঐশ্বরিয়ার এই নতুন রূপের ছবি প্রকাশিত হয়েছে টুইটারে। তাতে দেখা গেছে অন্যরকম এক ঐশ্বরিয়াকে।
‘সর্বজিৎ’ ছবিটি নির্মিত হয়েছে সর্বজিত সিং নামের এক ভারতীয় কৃষকের জীবনী নিয়ে। ভারত পাকিস্তান সীমান্তে ১৯৯০ সালে সংঘটিত এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে ঐশ্বরিয়ার ভূমিকাও প্রধান চরিত্রের মধ্যেই পড়ে। তিনি গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের অভিযোগে পাকিস্তানে সাজাপ্রাপ্ত ভাইকে মুক্ত করে আনতে কঠোর সংগ্রাম করেন।  
ছবিতে আরও অভিনয় করেছেন রণদীপ হুদা, দর্শন কুমার প্রমুখ। ছবিটি মুক্তি পাবে এ বছর, ২০ মে।
সূত্র: জিনিউজ
/ইউআর/এম/   

লাইভ

টপ