behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

আরজেকে চড় মারলেন অর্জুন!

বাংলা ট্রিবিউন ডেস্ক১৬:৪৭, মার্চ ৩০, ২০১৬

অর্জুনের চড়বিশ্বাস করুন আর নাই করুন, ঘটনাটি সত্যি ঘটেছে। নিজের ছবি ‘কি অ্যান্ড কা’র প্রচারে রেডিও মিরচির অফিসে ছিলেন অর্জুন কাপুর।
এ সময় রেডিও জকি তাকে একটি প্রশ্ন করেন। প্রশ্ন শুনে মেজাজ হারিয়ে ফেলেন অর্জুন। ঠাস করে করে রেডিও জকির গালে বসিয়ে দেন থাপ্পড়।
ঘটনা অবশ্য শুধু চড়েই সীমাবদ্ধ থাকেনি। রেডিও জকিকে মারার পর আরও অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন অর্জুন। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ক্যামেরার সুইচ বন্ধ করতে বলেন। এরপর অর্জুন টিমের ক্যামেরা মাটিতে আছাড় মেরে ফেলে দেন।
এখন কথা হচ্ছে অর্জুন কি এই ঘটনা ইচ্ছে করেই করেছেন? নাকি এর পেছনে কোনও উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য অবশ্যই ছিল। রেডিও মিরচির দর্শক ও অর্জুনের সমর্থকদের বোকা বানানোর জন্যই এই কাণ্ড ঘটানো হয়েছে। ‘কি অ্যান্ড কা’ মুক্তি পাচ্ছে ১ এপ্রিল। দিনটিকে এপ্রিল ফুল হিসেবে পালন করা হয়। এপ্রিল ফুলকে সামনে রেখে নিজের সিনেমার প্রচারের জন্য এই কাণ্ডটি ঘটিয়েছেন অর্জুন।আরজে ও অর্জুন
সূত্র: ডিএনএ ইন্ডিয়া।

/এএ/এম/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ