behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

এক ছবিতে শহিদ-সাইফের উত্তরসূরি!

বাংলা ট্রিবিউন ডেস্ক০০:০৫, মার্চ ৩১, ২০১৬

ইশান খাত্তা ও সারা।‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে ২০১২ সালে এসেছিলেন একাধিক নতুন প্রজন্মের তারকা।
আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ানকে নিয়ে ঝকমকে এক ছবি ছিল সেটি।  
এবার ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু’তে আসছেন আরও একঝাক নতুন প্রজন্মের তারকা।
শহিদ কাপুরের উত্তরসূরি হিসেবে যেন আসছেন তার ছোট ভাই ইশান খাত্তা। তিনি যে এই ছবিতে আছেন তা মোটামুটি নিশ্চিত। আর আলিয়া ভাটের স্থান পূরণ করতে কে আসছেন- তা জেনে হয়তো একটু চমকাবেন দর্শকরা।
আর কেউ নয়, সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আসছেন এই ছবিতে। পিঙ্কভিলার বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
তাই এবার একই ছবিতে ‘পূর্বশত্রু’ সাইফ ও শহিদের উত্তরসূরিরা একত্রিত হচ্ছেন!
সূত্র জিনিউজ
/ইউআর/এম/  

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ