Vision  ad on bangla Tribune

চেনা যায় তাকে?

বিনোদন রিপোর্ট১০:০১, মার্চ ৩১, ২০১৬

অন্তর জ্বালা ছবিতে জায়েদ খানমুখে দাড়ি। চুলগুলো যে বেশ পরিপাটি- তা বলা যায় না। গায়ে গ্রামীণচেকের শার্ট। এমন লুকে এর আগে দেখাই যায়নি পেশিবহুল নায়ক জায়েদ খানকে।
সম্প্রতি মালেক আফসারি পরিচালিত নতুন ছবি ‘অন্তর জ্বালা’তে এমনভাবেই পাওয়া গেল তাকে। চলচ্চিত্রটিতে তাকে মফস্বলের এক যুবকের ভূমিকায় দেখা যাবে। যে প্রয়াত নায়ক মান্নার ভক্ত।
প্রিয় তারকার ড্রেস-গেটআপ অনুসরণ করে সে। প্রায় প্রতিটি ছবির প্রতিটি সংলাপ তার মুখস্ত। এতে তার বিপরীতে আছেন পরীমনি।

জানা যায়, ছবিতে নায়ক মান্নার বেশ কিছু ছবির ফুটেজ ব্যবহার করা হয়েছে। নতুন এ ছবিতে আছেন নবাগত নায়ক-নায়িকা জয় ও নীড়।
ফেব্রুয়ারি থেকে ছবিটির কাজ শুরু হয়েছে। নাসির উদ্দিন প্রযোজিত জেড কে মুভিজ পরিবেশিত ‘অন্তর জ্বালা’র দৃশ্যধারণ হবে পিরোজপুর, মংলা বন্দর ও সুন্দরবনের কিছু স্থানে।অন্তর জ্বালা ছবির সেটে
/এমআই/এম/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ