Vision  ad on bangla Tribune

জ্যাজ কনসার্টের হোস্ট ওবামা!

বাংলা ট্রিবিউন ডেস্ক০০:০০, এপ্রিল ০১, ২০১৬

বারাক ওবামা (ফাইল ছবি)।জ্যাজ মিউজিকের সবচেয়ে বড় উৎসব ইন্টারন্যাশনাল জ্যাজ ডে। এবার এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে হোয়াইট হাউসে।
আর এই উৎসবে হোস্ট হিসেবে থাকছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা।
এই জ্যাজ উৎসবে সংগীত পরিবেশন করবেন আরেথা ফ্রাঙ্কলিন, আল জারেইয়াউ, স্টিং, হারবি হ্যানককসহ আরও অনেক প্রতিষ্ঠিত ও উদীয়মান শিল্পীরা।
আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিতব্য এই আয়োজন পরদিন ৩০ এপ্রিল প্রচার হবে এবিসি টেলিভিশনে।


প্রখ্যাত জ্যাজ মিউজিশিয়ান ও পিয়ানিস্ট ডিউক এলিংটনের জন্মস্থান ওয়াশিংটন ডিসি। তিনি ১৮৯৯ সালের ২৯ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার জন্মদিনেই পালিত হয় এই উৎসব। 
দ্য জ্যাজ ইন্সটিটিউশন ও ইউনেস্কোর যৌথ আর্থিক সহায়তায় আয়োজিত হয় ইন্টারন্যাশনাল জ্যাজ ডে। কলম্বিয়াসহ ৫০টি রাজ্যেই একযোগে আয়োজন করা হয় এই উৎসবের। তবে এর মূল আয়োজন থাকে ওয়াশিংটন ডিসিতে।
এর আগে ২০১৩ সালে তুরস্কের ইস্তানবুলে, ২০১৪ সালে জাপানের ওসাকায় ও ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে জ্যাজ উৎসব।
সূত্র: বিলবোর্ড
/ইউআর/এম/

লাইভ

টপ