Vision  ad on bangla Tribune

বৈশাখের আগেই আসছেন মাহি

বিনোদন রিপোর্ট১৭:১৪, এপ্রিল ০১, ২০১৬
অনেক দামে কেনা ছবিতে মাহিমুক্তির কথা ছিল বেশ আগেই। তবে সব ধাপ শেষ করতেই যা দেরি হয়ে গেল।

অবশেষে পহেলা বৈশাখেই উপলক্ষে আগামী ৮ এপ্রিল দেশব্যাপী মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘অনেক দামে কেনা’। এর মাধ্যমে এ প্রযোজনার ছবিতে আবারও আসছেন নায়িকা মাহিয়া মাহি।
চার্লি চ্যাপলিনের বিখ্যাত ছবি ‘সিটি লাইট’র ছায়া অবলম্বনে নির্মিত ছবিটিতে অভিনেতা ডিপজলের পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে আছেন মাহি এবং বাপ্পি।
এখানে একজন অন্ধ ফুল বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন মাহি। এই ছবি দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ডিপজল।
এদিকে আবার প্রথমবার ডিপজলের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন বাপ্পি-মাহি।
ছবির গল্পে দেখা যাবে, ডিপজল একজন ভালো মানুষ। একাকিত্ব কাটাতে প্রতি রাতে মদ খেয়ে শহরে ঘুরে বেড়ান তিনি। আর দুস্থ মানুষকে সেবা করেন।
বাপ্পি তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন। একসময় বাপ্পিকে নিজের অতীতের কথা খুলে বলেন ডিপজল। ফ্ল্যাশব্যাকে উঠে আসে মাহির সঙ্গে তার ভালোবাসার কথা। ‘সিটি লাইটস’ ছবিটির ছায়া অবলম্বনে ‘অনেক দামে কেনা’র চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জাহির বাবু। পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।অনেক দামে কেনা ছবিতে বাপ্পি ও ডিপজল
/এমআই/এম/

লাইভ

টপ