behind the news
Vision  ad on bangla Tribune
Mojo ad on Bangla Tribune

কেট-উইলিয়ামকে স্বাগত জানাবেন শাহরুখ-ঐশ্বরিয়া

বাংলা ট্রিবিউন ডেস্ক০০:০০, এপ্রিল ০২, ২০১৬

শাহরুখ, প্রিন্স, কেট ও ঐশ্বরিয়াআগামী সপ্তাহে ভারত সফরে আসছেন ব্রিটিশ রাজদম্পতি প্রিন্স উইলিয়াম তার স্ত্রী কেট মিডলটন। সে উপলক্ষে মুম্বাইয়ে এক পার্টির আয়োজন করা হয়েছে।
আর এতে রাজকীয় ভঙ্গিমায় তাদের স্বাগত জানাবেন ভারতীয় সিনেমার দুই সুপারস্টার শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন।
আনুষ্ঠানিকভাবে ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ নামে খ্যাত ওই রাজকীয় দম্পতিকে ভারতে স্বাগত জানাতে ওই পার্টি আয়োজন করা হয়েছে বলিউড চলচ্চিত্র ইন্ডাস্ট্রির উদ্যোগে।
তাদের সূচি সম্পর্কে জানা যায়, ২০০৮ সালের ২৬ নভেম্বর বোমা হামলার শিকার হওয়া তাজ হোটেলে অবস্থান করবেন উইলিয়াম ও কেট। এরপর আগ্রায় তাজমহল দেখতে যাবেন তারা।
এরআগে ১৯৯২ সালে একা তাজমহল ভ্রমণে এসেছিলেন প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানা। সেসময় প্রেমের সমাধি তাজমহলের সামনে একা বসে থাকা ডায়ানার ছবি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল।
এছাড়াও তারা দিল্লিতে মহাত্মা গান্ধীর প্রতি সম্মান জানাতে গান্ধী স্মৃতি জাদুঘরেও যাবেন।
সূত্র: এনডিটিভি
/ইউআর/এম/         

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

Mojo  ad on Bangla Tribune
টপ