behind the news
Vision  ad on bangla Tribune
Mojo ad on Bangla Tribune

জাজের ছবিতে দেব-মাহি?

বিনোদন রিপোর্ট১৫:০৫, এপ্রিল ০২, ২০১৬

দেবপ্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এবার নতুন চমক দিতে চলেছে। আর এর কেন্দ্রবিন্দুতে আছেন ওপার বাংলার শীর্ষ নায়ক দেব!
বিশ্বস্ত সূত্রে জানা যায়, এ প্রযোজনা প্রতিষ্ঠানের পরবর্তী কিস্তিতে কিস্তিমাত করতে আসছেন এ নায়ক। আর নায়িকা হিসেবে থাকতে পারেন মাহি। কারণ যৌথ প্রযোজনার এ ছবিটির অপর প্রযোজক এসকে মুভিজের অন্যতম পছন্দে আছেন এ নায়িকা।
এদিকে বিষয়টি নিয়ে কথা হয় জাজের চেয়ারম্যান আব্দুল আজিজের সঙ্গে। তিনি বললেন, ‘দেবের সঙ্গে আমাদের কথাবার্তা চূড়ান্ত। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি বাকি।'
তবে মাহির বিষয়ে নিশ্চয়তা তিনি দেননি। তিনি জানালেন, পরিচালক কিংবা নায়িকা কোনও কিছুই এখনও ঠিক হয়নি।
তবে সূত্র জানায়, মাহিকে পছন্দ এসকে মুভিজের অশোক ধানুকার।
সম্প্রতি এক সাক্ষাৎকারেও ইংগিত পাওয়া গিয়েছিল। সেখানে তিনি বলেন, “কলকাতায় ফারিয়ার কোনও ছবিই তেমনভাবে আলোচনায় আসেনি। অন্যদিকে মাহির ‘অগ্নি' বেশ ভালো চলেছে। যদিও তার ‘রোমিও ভার্সেস জুলিয়েট' অতটা ভালো চলেনি। তাই মাহিকে নিয়ে চিন্তাভাবনা আছে।”
এখন দেখার বিষয়, দেবের বিপরীতে শেষ পর্যন্ত কে থাকেন? তবে এতটুকু নিশ্চিত জাজ-এসকে তাদের পরবর্তী ছবিতে সর্বোচ্চ চমক রাখছে।মাহি
/জেডএ/এম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

Mojo  ad on Bangla Tribune
টপ