Vision  ad on bangla Tribune

নিজের বিয়ে, তাই সেলফি!

বিনোদন রিপোর্ট১৬:০৪, এপ্রিল ০২, ২০১৬সেলফিতে ব্যস্ত বর-কনে'আজ কি শান, ঈশিকাকা নাম, কায়সারকা নাম। এ চাঁদনী, হে ইশক...' 

কাওয়ালির জটলায় মজেছেন অতিথিরা। কেউ ‘হাত-পা ছুড়ে’ সে আনন্দ প্রকাশও করছেন! কাওয়ালি সংগীতশিল্পীরা একের পর এক গান বাঁধছেন বর-বউকে নিয়ে, উপরের প্রথম বাক্যটির মতো। 
আর পাশেই বর-বধূ হয়ে হাসিমুখ করে বসে আছেন ঈশিকা খান ও কায়সার খান।
আকদটা আগেই সেরে রেখেছিলেন। বাকি শুধু আনুষ্ঠানিকতা। তাই আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ছোট পরিসরের আড্ডাই চলতে থাকলো এ মডেল-অভিনয়শিল্পীর বিয়ের অনুষ্ঠানে।ঈশিকা-কায়সারের বিয়ে।
তবে মজার বিষয় হলো, ঈশিকা নিজের বিয়েতেও ফেসবুক বন্ধুদের ভোলেননি! এর আগে ফেসবুকে নিজ বিয়ের ইভেন্ট চালু করেছিলেন। ফেসবুক বন্ধুরা ক'জন এসেছিলেন তা হয়তো জানা যায়নি! তবে তাদের জন্য নিজেই সেলফি তুলেছেন এ তারকা। বরকে নিয়ে স্মৃতিময় দৃশ্যগুলো আটকে রাখতে দেখা গেল সেলফিতে!Pix 011 copy

শুক্রবার  রাজধানীর মিরপুরে পিএসসি (পুলিশ) কনভেনশন হলে এ আয়োজন করা হয়েছিল। এতে তাকে শুভকামনা জানাতে উপস্থিত হয়েছিলেন অভিনয়শিল্পী তানজিকা, মৌসুমী হামিদ, সোনিয়া হোসেন, আশা, পিয়া বিপাশা, তৌসিফ মাহবুব, শ্রাবণ্য তৌহিদা, র‌্যাম্প মডেল মিথিলা, আরজে সায়েম, কণ্ঠশিল্পী ঝিলিক, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মাবরুর রশীদ বান্নাহসহ অনেকে।ঈশিকা
আগামী রোববার (৩ এপ্রিল) গলফ গার্ডেনে রয়েছে ঈশিকার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। লন্ডনে শ্বশুরবাড়িতেও থাকবে সংবর্ধনার আয়োজন। আর গত ২৮ মার্চ সন্ধ্যায় এ নবদম্পতির আকদ অনুষ্ঠিত হয়েছে।ঈশিকা-কায়সারের বিয়ে। (3)

 ছবি তুলেছেন: সাজ্জাদ হোসেন

/এম/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ