behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৬দিনভর এফডিসিতে নানা আয়োজন

বিনোদন রিপোর্ট০০:০৫, এপ্রিল ০৩, ২০১৬


বিএফডিসিতে থাকছে দিনব্যাপী আয়োজন‘ডিজিটাল চলচ্চিত্র সম্ভাবনার নতুন দিগন্ত’ স্লোগান নিয়ে আজ (৩ এপ্রিল) উদযাপন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৬। 
দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।
সকাল ১০টায় দিবসটির উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এতে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অতিথি হিসেবে আরও থাকবেন সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ ও সচিব মরতুজা আহমদ।
আয়োজনে থাকছে শোভাযাত্রা, সেমিনার স্মরণিকা প্রকাশ, লাইভ টক শো, লালগালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাগরদোলা, বায়স্কোপ ও সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি থাকবে আলোচনা ও সেমিনার।
এছাড়াও বেলা ১১টায় ৮ নম্বর শ্যুটিং ফ্লোরে সেমিনার। এতে ‘দর্শক সংকট ও বিলুপ্তির পথে প্রেক্ষাগৃহ: বাংলাদেশের চলচ্চিত্রের সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
তপন কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন মুশফিকুর রহমান গুলজার, কাজী হায়াৎ, আব্দুল আজিজ, ইফতেখার উদ্দিন নওশাদ, খোরশেদ আলম খশরু, মোহাম্মদ হোসেন জেমী, মহিউদ্দিন ফারুক ও এ জে এম শফিউল আলম ভূইয়া।

/এম/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ