Vision  ad on bangla Tribune

সানির বিরুদ্ধে ১০০ কোটির মামলা

বিনোদন ডেস্ক১২:৩০, এপ্রিল ০৫, ২০১৬
সানি লিওনিসানি লিওনির বিরুদ্ধে ‌'মানহানির' বিষয় নিয়ে বহুবার থানার দারস্থ হয়েছেন সাধারণ মানুষেরা। তবে এবার মিডিয়ার পরিচিতজন মামলা ঠুকে দিলেন। আর এটা একেবারে ১০০ কোটির ঘরে!
বলিউডের সমালোচিত অভিনেত্রী সানি লিওনির বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা হয়েছে।
এটা করেছেন ‘বিগ বস ৫’-এ অংশ নেওয়া পূজা মিশ্র।
তার অভিযোগ, ‌সানি ইচ্ছাকৃতভাবেই তাকে অপমান করেছিলেন। তার বিরুদ্ধে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করেছিলেন। সে কারণে সামাজিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন।


তার প্রেক্ষিতে তিনি মুম্বাই হাইকোর্টে এ মানহানির মামলা করেছেন। এতে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন পূজা। যদিও মুম্বাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি নরেশ পাতিল গ্রীষ্মের ছুটির পর জুন মাসে শুনানি ধার্য করেছেন।
তবে বিষয়টি নিয়ে এখনপর্যন্ত কোনও কথা বলেননি সানি।
সূত্র: জি-সিরিজ
/এম/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ