behind the news
Vision  ad on bangla Tribune

‘বিজলী’ দিয়ে ফিরছেন শতাব্দী রায়

বিনোদন রিপোর্ট১৪:০৭, এপ্রিল ০৫, ২০১৬

শতাব্দী রায়।আগেই জানা গিয়েছিল ইফতেখার চৌধুরীর ‘বিজলী’তে  থাকছেন একাধিক ভারতীয় শিল্পী। ছবির প্রধান মুখ ববি ও ভারতের রণবীরকে নিয়ে পোস্টারও তৈরি করেছেন এরমধ্যে। এবার জানা গেল, এতে থাকছেন কলকাতার একসময়ের জনপ্রিয় নায়িকা বর্তমান সাংসদ শতাব্দী রায়।


বিষয়টি নিশ্চিত করেছেন, পরিচালক নিজেই। তিনি জানান, এতে শতাব্দীকে বিজ্ঞানীর চরিত্রে দেখা যাবে।

তিনি বলেন, ‘আমি সত্যি খুশি তার মতো একজনকে এ চলচ্চিত্রে পেয়ে। তিনি তার ব্যস্ততার মাঝেও এ কাজটি করবেন বলে জানিয়েছেন।’

পরিচালক জানান, চলতি মাসের শেষের দিকে ছবিটির শ্যুটিং শুরু হচ্ছে।

ইফতেখার চৌধুরীর নিজের লেখা গল্পে নির্মিত এই ছবিটি প্রযোজনার পাশাপাশি সুপার ওম্যানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ববিকে।

প্রসঙ্গত, শতাব্দী রায় রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে অভিনয় থেকে লম্বা সময় দূরে ছিলেন। ‘বিজলী’ ছবি দিয়ে তিনি আবারও ফিরছেন রূপালি পর্দায়।

শতাব্দী রায় ও পরিচালক ইফতেখার চৌধুরী।/এম/এমএম/

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ