behind the news
Vision  ad on bangla Tribune

কুদ্দুস বয়াতির গলায় 'হিপহপ’ গান!

ওয়ালিউল মুক্তা১৯:৩৮, এপ্রিল ০৫, ২০১৬

গানটির ভিডিও শ্যুটিংয়ে প্রীতম হাসান ও কুদ্দুস বয়াতি।শহরে এসেছেন নতুন ধারার শিল্পী। এতদিন যাকে সবাই চিনতেন কুদ্দুস বয়াতি নামে। এবার সেই পুরনো পরিচয় ফেলে নতুনভাবে হাজির হচ্ছেন। এরইমধ্যে কণ্ঠে তুললেন পশ্চিমা সংগীতের ‘হিপহপ’ ধারার গান!


যে গানটি প্রকাশের পর হয়তো সবাই ‘বয়াতি’ কেটে সম্বোধন করবেন ‌'হিপহপ কুদ্দুস' বলে! আঞ্চলিক ভাষা কণ্ঠে নিয়ে মেঠো পথে ঘুরে বেড়ানো চিরচেনা কুদ্দুস বয়াতির এমন পরিবর্তনের পরিকল্পক সংগীতশিল্পী প্রীতম হাসান।

গানটির রেকর্ডিং শেষ। চলছে ভিডিও শ্যুটিং কার্যক্রম। জানিয়েছেন কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর এই যোগ্য উত্তরসূরি। গানচিলের প্রযোজনায় এটি নির্মাণ করা হয়েছে।

গানটির নাম 'আসো মামা হে'। সোমেশ্বর অলি’র কথায় এর সুর-সংগীত করেছেন প্রীতম হাসান। আর গেয়েছেন কুদ্দুস বয়াতি ও প্রীতম নিজেই।

প্রীতম হাসান বলেন, 'কুদ্দুস বয়াতিকে যেভাবে আমরা সাধারণত দেখি, এটি তার উল্টো। তিনি এবার হিপহপ ধরনের গান করেছেন। আশা করি, এই বৈশাখে বেশ উপভোগ্যই হবে গানটি।'

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল জানিয়েছে, তাদের নতুন এ গানটি প্রচারণার জন্য নেওয়া হয়েছে বেশকিছু উদ্যোগ।
/এম/এমএম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ