behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

বৈশাখে সুমনের কণ্ঠে রবীন্দ্রসংগীত!

ওয়ালিউল মুক্তা১৪:৫৯, এপ্রিল ০৬, ২০১৬সুমন‘চাইতে পার’, ‘অদ্ভুত সেই ছেলেটি’, ‘এপিটাফ’- এ গানগুলো শুনে যারা অর্থহীন ব্যান্ডের সুমনে বুঁদ হয়ে থাকেন তাদের জন্য এবার থাকছে বিশেষ কিছু। ব্যান্ডের এ গায়ক এবার আসছেন রবীন্দ্রসংগীত নিয়ে।
বেজ গিটারবাদক হিসেবে তুমুল জনপ্রিয় এ সংগীতশিল্পী বৈশাখে নিয়ে আসছেন রবীন্দ্রসংগীতের ভিডিও।
দ্বৈত কণ্ঠে গাওয়া এ গানটি হলো ‘পুরনো সেই দিনের কথা’। এতে সুমনের সঙ্গে গেয়েছেন নবীন এক শিল্পী। যুক্তরাষ্ট্র প্রবাসী এ গায়িকার নাম পিউ। এতে গিটার বাজিয়েছেন মহান। গানটির সংগীতায়োজন করেছেন সুমন।
গানের এ ভিডিওটি প্রকাশ হবে ১৪ এপ্রিল (১ বৈশাখ) রাত ১২টা ১ মিনিটে। ইউটিউব এবং বিভিন্ন টিভি চ্যানেলে ভিডিওটির প্রচার শুরু হবে একই দিন থেকে।
সহশিল্পী সম্পর্কে সুমন বলেন, ‘পিউদের বাসায় প্রথম তার গান শুনি। খুবই মুগ্ধ হয়েছিলাম। তাই তাকে সঙ্গে নিয়ে নতুনভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের এ গানটি করা। এর রেকর্ডিং হয়েছে ঢাকা ও যুক্তরাষ্ট্রে।’
এদিকে গানটির ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। শ্রীমঙ্গল, বান্দরবান ও কক্সবাজারে হয়েছেন এর দৃশ্যধারণ। ভিডিওটি পরিচালনা করেছেন সুমন নিজেই।সুমন, পিউ ও মহান
/এম/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ