Vision  ad on bangla Tribune

সাবেক প্রেমিকার বিপরীতে সালমান!

বাংলা ট্রিবিউন ডেস্ক০০:০৫, এপ্রিল ০৭, ২০১৬

সঙ্গীতা ও সালমানসোনালি পর্দায় সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমানের রোমান্সের দৃশ্য অনেকবার দেখা গেছে। সম্প্রতি বলিউড পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, আরেক সাবেক প্রেমিকার বিপরীতে অভিনয় করবেন  সালমান খান।
ভারতীয় বিনোদনমূলক একটি অনলাইনের খবরে বলা হয়েছে, তেলেগু ব্লকবাস্টার সিনেমা ‘কাশনাম’ এর রিমেক তৈরি করছেন সালমান। থ্রিলারধর্মী নারী প্রধান সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করার কথা সালমানের সাবেক প্রেমিকা সঙ্গীতা বিজলানি।
অবশ্য বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
‘প্রেম’খ্যাত সালমান খানকে বলিউডে 'ব্যাড বয়' নামেও ডাকে অনেকে। মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে হত্যা থেকে শুরু করে সংরক্ষিত এলাকায় হরিণ শিকার,  ঘনঘন প্রেমিকা পাল্টানো থেকে মারামারি ও সাংবাদিকদের দিকে তেড়ে আসার মতো ঘটনায় নিয়মিতই শিরোনাম হয়েছেন সালমান।
সালমানের প্রথম প্রেম ছিলেন মডেল-অভিনেতা সঙ্গীতা বিজলানী। বেশ কয়েক বছর প্রেমের পর সালমানের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে সঙ্গীতা ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহারউদ্দিনকে বিয়ে করেন।


সূত্র: জি-নিউজ।

/এএ/এম/

লাইভ

টপ