behind the news
Vision  ad on bangla Tribune
Mojo ad on Bangla Tribune

বৈশাখে ইমরানের বিশেষ একক!

বিনোদন রিপোর্ট১৪:৪২, এপ্রিল ০৭, ২০১৬

ইমরান। ছবি: সাজ্জাদ হোসেন।শ্রোতাদের সামনে একটি বিশেষ অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন ইমরান। এবং সেটা এই বৈশাখেই।


তিনটি গান নিয়ে তৈরি এটি তার নতুন একক অ্যালবাম। ফয়সাল রাব্বিকীনের কথায় এ অ্যালবামের সব গানেরই সুর-সংগীতায়োজনও করছেন ইমরান নিজে। ঈগল মিউজিকের ব্যানারে কয়েকদিনের মধ্যে এটি প্রকাশ পাবে। এরইমধ্যে অ্যালবামের কাজ শেষ হয়েছে। প্রেম ও বিরহ ঘরানার গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।

স্থান পাওয়া গান তিনটির শিরোনাম হলো- একই পথে চলনারে, বাহুডোরে এবং তোরই এক ঈশারায়। এই বৈশাখে অ্যালবামটি প্রকাশের পাশাপাশি একটি গান ভিডিও আকারেও খুব শিগগিরই প্রকাশ পাবে বলে জানিয়েছেন তিনি।

ইমরান বলেন, ‘মাত্র তিন গান দিয়ে অ্যালবামটি করলাম। এগুলো অনেক সময় নিয়ে করা। সময়টাকে প্রাধান্য দিয়ে নিজের স্টাইলেই গানগুলোর সুর ও সংগীত করেছি। তিনটি গানই তিন রকমের। আমার মনে হয় বিশেষ এই গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’

/এমএম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

Mojo  ad on Bangla Tribune
টপ