Vision  ad on bangla Tribune

ইমরানের সঙ্গে তমা মির্জা!

বিনোদন রিপোর্ট১৭:৫০, এপ্রিল ০৭, ২০১৬

তমা মির্জা ও ইমরান।বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর এই বৈশাখকে আরও বর্ণিল করে তুলতে গানে গানে রঙের খেলায় মেতেছেন চিত্রনায়িকা তমা মির্জা ও সংগীতশিল্পী ইমরান।
বৈশাখ উপলক্ষে এবারই প্রথম কোনও বিশেষ গান তৈরি করলেন ইমরান। আর সেই গানের জন্য এবারই প্রথম কোনও মিউজিক ভিডিওর মডেল হলেন তমা।
ভেতরে রঙ বাহিরে রঙ, অন্তরে রঙের ছড়াছড়ি- এমন কথার গানটি লিখেছেন জাহিদ আকবর। সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন মিলন। অন্যদিকে গানের ভিডিওতে ইমরান-তমা ছাড়াও দেখা যাবে মডেল সাঞ্জ জন এবং কণ্ঠশিল্পী মিলনকে।
ইমরান বলেন, ‘বৈশাখ উৎসব নিয়ে এটা আমার প্রথম গান। আর তমা মির্জাও প্রথম কোনও গানে মডেল হলেন। এরজন্য আমরা কৃতজ্ঞ। সব মিলিয়ে গান ও ভিডিও দুটোই দারুণ হয়েছে। ভিডিও শ্যুটিংয়ে আমরা রঙের খেলায় মেতেছিলাম। আশা করছি সবার ভালো লাগবে।’ 
ইমরান জানান, বিশেষ এই গানটি অন্তর্জাল দুনিয়ায় মুক্তি পাচ্ছে ১০ এপ্রিল। এটি প্রযোজনা-পরিবেশনা করছে সিডি চয়েস।
/এস/এমএম/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ