X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বৈশাখে দিনব্যাপী কনসার্টে জেমস

বিনোদন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৬, ১৪:৩৫আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৫:৫৯





জেমস নগরবাউল জেমসের গানে এবারেও পহেলা বৈশাখে মেতে উঠবেন শ্রোতারা। বাংলা নববর্ষ নিয়ে দিনব্যাপী কনসার্টের আয়োজন করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন।
ধানমণ্ডি ৮ নম্বরের লেফটেন্যান্ট শেখ জামাল মাঠের এ আয়োজনের অন্যতম আর্কষণ হিসেবে থাকছেন জেমস।
এটি শুরু হবে সকাল সাড়ে ৬টায়। চলবে বিকাল ৫টা পর্যন্ত। কনসার্টের শিরোনাম ‌'রাঙানো বৈশাখ'।
আয়োজকরা জানিয়েছেন, এতে শতাধিক শিল্পী অংশ নেবেন। এই তালিকায় আছেন আঁখি আলমগীর, টুনটুন বাউল, ফকির শাহাবুদ্দিন, রন্টি দাশ, দিঠি আনোয়ার, চম্পা বণিক, অনিমা রায়, প্রিয়াঙ্কা গোপ, ইউসুফ আলী খান, মনির, শাহীন, নিরূপম, তানজিম ও ব্যান্ড শিরেনামহীন ও ভাইকিংস।
এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি এতে থাকছে দেশীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন আয়োজন। এগুলো হলো- লাঠি খেলা, বায়োস্কোপ, পাতা খেলা, বৈশাখী মেলা, বাদর নাচ, হাতি প্রভৃতি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘সবাইকে নববর্ষের সুস্থ বিনোদনের নিশ্চয়তা দিতেই আমাদের এ আয়োজন। আশা করি, সবাই খুব আনন্দ নিয়েই বাসায় ফিরবেন।’
আয়োজনের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে আছে ক্লাব ইলেভেন ইনসেপশন মিডিয়া লিমিডেট। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মুহাম্মদ বদরুদ্দীন জানান, দিনব্যাপী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টেলিভিশন। আয়োজনের পোস্টার

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’