X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘মেলায় যাই রে’ গানের কথা পরিবর্তনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৬, ১৯:১৫আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ২০:৫৮

‘মেলায় যাই রে’ গানের কথায় পরিবর্তনের দাবি জানানো তরুণরা নববর্ষ উদযাপনে যখন সবাই ব্যস্ত, তখন  জাতীয় জাদুঘরের সামনে দেখা গেল একটি ভিন্ন দৃশ্য। চারজন তরুণ সেখানে তিনটি প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অন্যরকম একটি দাবি নিয়ে। তারা ফিডব্যাককে তাদের ‘মেলায় যাই রে’ গানটির আপত্তিজনক একটি চরণ পরিবর্তনের অনুরোধ করেছেন।
প্ল্যাকার্ডগুলোয় লেখা রয়েছে, ‘গান হোক উৎসবের শুদ্ধতার ধারক’, ‘ললনাদের ভিড়ে হেরে যাক বখাটেরা’, ‘ফিডব্যাক, আপত্তিকর লাইনটি পরিবর্তন করুন’।
দাবি তোলা তরুণদের একজন ডা. সিরাজুম মনিরা বলেন, “আমরা ফিডব্যাকের মেলায় যাই রে’ গানটির ‘বখাটে ছেলের ভিড়ে ললনাদের রেহাই নাই’ চরণটির পরিবর্তন চাই।”
কেন এমনটি চান—জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা মনে করি, এই চরণটি একটি ভুল মেসেজ দিয়ে যাচ্ছে বছরের পর বছর। ললনাদের রেহাই কেন থাকবে না? বর্ষবরণের অনুষ্ঠানের অন্যতম প্রচারিত একটি গানে এমন একটি চরণ থাকুক, তা আমরা চাই না। এই চরণটি বর্ষবরণের চেতনার সঙ্গে যায় না।’

 

আরও পড়তে পারেন:  পুলিশ থেকে ক্ষমা আদায়কারী সাহসী হাবিবা জান্নাতের কথা

 

প্রতিবাদের আরেক মুখ রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আশফাক ই আলম বলেন, ‘আমরা মনে করি, গানের  এই চরণটি নিয়ে ভাবার সময় এসেছে। গতবছরের ঘটনা ও নববর্ষের চেতনা আমাদের এই গানটির বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করেছে। আমরা একদিকে নববর্ষে সব জরা-গ্লানি মুছে দিয়ে নতুন করে চলার কথা বলছি, অন্যদিকে বখাটে ছেলের ভিড়ে ললনাদের রেহাই নেইও শুনছি।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, আজ যত মানুষ এখানে এসেছেন, তাদের বেশির ভাগই  আমাদের দাবির সঙ্গে একমত হবেন। আমাদের সঙ্গে অনেকেই সংহতি জানিয়েছেন। সামাজিক দায়বদ্ধতা থেকেও বর্তমান পরিস্থিতে গানটির কথায় পরিবর্তন আসা উচিত।’

এ বিষয়ে মেলায় যাইরে গানের গায়ক, গীতিকার ও সুরকার মাকসুদুল হক বলেন, ‘শিল্পী হিসেবে এটা আমার মুক্তমত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। এই স্বাধীনতা আমার রাষ্ট্র, আমার পবিত্র সংবিধানে সুনিশ্চিত করেছে। এখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না। এটা আমার গান, যার ভালো লাগবে শুনবেন, না ভালো লাগলে শুনবেন না। এ ক্ষেত্রে তার পূর্ণ স্বাধীনতা আছে। কিন্তু গত বছর থেকে এমন একটি দাবির কথা উঠছে, যেটিকে আমি আমার মত-প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে মনে করি। আর সে কারণেই আমি আমলে নিচ্ছি না।’

ছবি: সাজ্জাদ হোসেন

/এমএমআর/এমএনএইচ/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
২৪ বছর পরে আবার একসঙ্গে...
২৪ বছর পরে আবার একসঙ্গে...
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার