X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
‘স্যারের চেয়ে ভালো স্ক্রিপ্ট লিখতে পারি’

হ‌ুমায়ূন আহমেদের জনপ্রিয়তাকে মতিনের চ্যালেঞ্জ!

মাহমুদ মানজুর
১৬ এপ্রিল ২০১৬, ২০:২৪আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৩:৪১

ফেসবুকে একটা পোস্টার ভাইরাল হয়েছে। পোস্টারের বক্তব্য নিয়ে মজা করাও হচ্ছে প্রচুর। মিডিয়া ভূবনের প্রায় সবাই খুঁজছেন এই পোস্টার রচয়িতার নাম,ঠিকানা আর মোবাইল নম্বর। বেশিরভাগ মানুষই পোস্টারের ভাষা দেখে পাগল ভাবছেন ওই মানুষটিকে। অদ্ভূত ওই মানুষটি পোস্টারে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয়তার প্রতি। বলেছেন, হুমায়ূন আহমেদের চেয়েও ভালো চিত্রনাট্য লিখেন তিনি। তার চিত্রনাট্য নিয়ে নাটক-সিনেমা বানালে সেটি হিট হবে। ফ্লপ হলে দ্বিগুণ টাকা ফেরত দেবেন।

পোস্টার হাতে মতিন।


এমন পরিস্থিতিতে বাংলা ট্রিবিউনের পক্ষ  থেকে অনুসন্ধান চালানো হয় রাজশাহী শহরের ষষ্ঠিতলায়। অবশেষে খোঁজ মেলে ওই অদ্ভূত মানুষটির। লোকটির নাম আব্দুল মতিন। মোবাইলফোনে কথা বলে অনুমান করা যায়,আব্দুল মতিন কোল্ড স্টোরেজের ব্যবসা করলেও তার অন্তরে বাস করে সংস্কৃতিমনা আরেকজন মানুষ। যে মানুষটি ২০০০ সাল থেকে নাটকের জন্য নিবেদিত প্রাণ। তার দাবি,নাটকের কারণে তিনি দেউলিয়া হয়ে গেছেন। এখন চালাচ্ছেন একটি ছোট্ট ছাপাখানা। অদ্ভূত এই মানুষটির সঙ্গে আজ  (শনিবার) বিকালের কথোপকথনে জানা গেল আলোচিত সেই পোস্টারের আদ্যোপান্ত। 

বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলছেন মো. আ. মতিন। বাংলা ট্রিবিউন: কেমন আছেন?
মো. আ. মতিন: আলহামদুলিল্লাহ। ভালো আছি।
বাংলা ট্রিবিউন: আপনার একটা মজার পোস্টার দেখলাম। আপনি কি স্ক্রিপ্ট লেখেন?
মতিন: জ্বি জ্বি লিখি। পরিচালনাও করি। অভিনয়ও করেছি। অভিনেতা মাসুম আজিজ আঙ্কেল আমার নাটকে ছিলেন।
বাংলা ট্রিবিউন: এ পর্যন্ত কয়টা নাটক লিখেছেন?
মতিন: একটার অর্ধেক লিখে রেখেছি। নাম ‘দাওয়াত খোর’। কম্পিউটার নষ্ট বলে আর এগুতে পারিনি। কম্পিউটার ঠিক হলে শেষ করবো।
বাংলা ট্রিবিউন: আপনার কোনও নাটক প্রচার হয়েছে?
মতিন: ‘হাই টেনশন’ নামের একটা নাটক পহেলা বৈশাখে প্রচার হয়েছে। মুভি বাংলা নামের একটি চ্যানেলে।
বাংলা ট্রিবিউন: ভালোই তো। আপনার পোস্টারে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদকে চ্যালেঞ্জ করেছেন। একটু বেশি হয়ে গেল না?
মতিন: আমি যেটা বিশ্বাস করি সেটাই সবাইকে জানিয়েছি। ২০০০ সালে আমার এক বন্ধু আমাকে একরকম অবহেলা করেই বললো, স্যারের নাটক নাকি সবসময় সুপার হিট। তখন আমি স্যারের বেশ কিছু নাটক দেখলাম। দেখে তখনই মনে হলো এর চেয়ে ভালো নাটক আমি লিখতে পারি। সেই থেকে নাটক লেখার চর্চা চালিয়ে যাচ্ছি।
বাংলা ট্রিবিউন: ১৬ বছর কেটে গেল। কিন্তু সেই লেখার ফলাফল কী?
মতিন: কি বলবো ভাই দুঃখের কথা। অনেক টাকা ঋণ হয়ে গেছে আমার। কোনও লাইন-ঘাট পাচ্ছি না। এই জগতে এসে যেহেতু লস খেয়েছি, তাই আমি মনে করছি এটাকে ধরে রাখতে হবে। একদিন সফল হবোই।
বাংলা ট্রিবিউন: কত লস করেছেন?
মতিন: তাও কোটি টাকার মতো।
বাংলা ট্রিবিউন: কী বলেন! কীভাবে?
মতিন: ২০১৩ সালে কোল্ড স্টোরেজে আলুর ব্যবসা করে একসঙ্গে ১৪ লাখ টাকা লস খেয়েছি। এভাবে আরও অনেক লস। ২০০০ সালে মিডিয়াতে আসার পর থেকেই আমি ব্যবসায় লস খাওয়া শুরু করেছি। সে কারণে সবার সহযোগিতার জন্য বাধ্য হয়ে পোস্টার করেছি।
বাংলা ট্রিবিউন: লস খেয়েছেন আলুর ব্যবসায়। চ্যালেঞ্জ দিচ্ছেন নাটক লেখায়।

মতিন: নাটকের লাইনে এসেই ব্যবসায় লস খেয়েছি একের পর এক। নাটকেও লস খেয়েছি প্রচুর। আমার কথায় ‘সিম কার্ড’ নামের একটা গানের অ্যালবামও করেছি। ‘হাই টেনশন’ নামের একটা নাটক লিখে-পরিচালনা করেছি। সেটিও কেউ প্রচার করছে না। কারণ আমার লাইন-ঘাট নেই।

বাংলা ট্রিবিউন: আপনি তো রাজশাহীতেই থাকেন। নাট্যচর্চার পাশাপাশি আর কী করেন? আলুর ব্যবসা আছে?

মতিন: না। আলুর ব্যবসায় পুরা মার খেয়েছি। এখন রাজশাহীতে আছি। লেমিনেটিং আর প্রিন্টিংয়ের ব্যবসা করি।



ঢাকার নাট্যনির্মাতা জীবন শাহাদাতের সেলফিতে রাজশাহীর মতিন (মাঝে)।

বাংলা ট্রিবিউন: ভালো। এখন আপনার পোস্টার দেখার পর হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন যদি আপনার কাছে স্ক্রিপ্ট চায়। দেবেন নাকি?

মতিন: অবশ্যই দেবো। উনার সঙ্গে বহুবার দেখা করার চেষ্টা করেছি। কিন্তু দেখা করতে পারিনি। উনার অ্যাসিস্ট্যান্টরা আমাকে গুরুত্ব দেননি।

বাংলা ট্রিবিউন: আপনার যে চিত্রনাট্যটি অর্ধেক পথে গিয়ে আটকে আছে কম্পিউটার নষ্ট বলে। সেটি নিয়ে কী পরিকল্পনা?

মতিন: ওটার নাম রেখেছি ‘দাওয়াত খোর’। অর্থাৎ এই নাটকের নায়ক দাওয়াত দিলেও যায়, না দিলেও যায়। দাওয়াত খাওয়াই তার নেশা। অসাধারণ একটা গল্প। চাইলে এইটাও শাওন ম্যাডামকে দিতে পারি।

বাংলা ট্রিবিউন: সেটা না হয় দিলেন। কিন্তু আপনি যে চ্যালেঞ্জ দিয়েছেন পোস্টারে- সেটার কী হবে?শনিবার বিকালে নিজ শহরে পোস্টার হাতে মতিন।
মতিন: বললাম তো আমি হুমায়ূন স্যারের চেয়ে ভালো স্ক্রিপ্ট লিখতে পারি।
বাংলা ট্রিবিউন: সেটা না হয় ঠিক আছে। কিন্তু যদি আপনার কাছ থেকে স্ক্রিপ্ট নিয়ে নাটক/সিনেমা তৈরির পর হিট না হয়- তাহলে দ্বিগুণ টাকা কিভাবে ফেরত দেবেন? আপনার অর্থনৈতিক অবস্থা তো ভালো না।
মতিন: এখানে একটা ব্যাপার আছে। একটা কনফিডেন্ট লাগবে। সেটা আমার আছে। শুধু স্ক্রিপ্ট নিলেই তো হবে না। নাটক বানানোর আগে আমাকে পেপার-পত্রিকায় হাইলাইট করতে হবে। কবে নাটকের শ্যুটিং হবে কে অভিনয় করছে এসব নিয়ে নিউজ হতে হবে। এটি অনএয়ার কবে হবে সেটাও আগাম সবাইকে জানাতে হবে। দরকার হলে সেই নাটকের পোস্টার আমি নিজে করবো। এসবের পর আমি নিশ্চিত সে নাটক সুপার হিট হবে। টাকা ফেরত দেওয়ার প্রশ্নই তখন আসবে না।
বাংলা ট্রিবিউন: এমন আত্মবিশ্বাস খুব জরুরি। যাই হোক,এই পোস্টারটি কোথায় লাগিয়েছেন? রাজশাহীতেই নাকি সমগ্র বাংলাদেশ?
মতিন: রাজশাহীতে লাগিয়েছি। একজনকে এক হাজার টাকা দিয়ে ঢাকার কাকরাইল-এফডিসির গেটে কিছু লাগিয়েছি। কিন্তু তেমন কোনও সাড়া পাইনি। পোস্টার দেখে এ পর্যন্ত শুধু আপনিই খোঁজ নিয়েছেন আমার। আর আমার দেশি ভাই ডিরেক্টর জীবন শাহাদাৎ আমার জন্য কিছু করবে বলে কথা দিয়েছেন। আমি বড় অসহায় এখন। ব্যবসা আর নাটকে একের পর এক ধরা খাওয়ার পর আমি এই পোস্টার লাগাতে বাধ্য হই। এখন আপনাদের সহযোগিতা দরকার।
বাংলা ট্রিবিউন: সহযোগিতা অবশ্যই পাবেন। যদিও মানুষ বিষয়টিকে মজা হিসেবে নিচ্ছে। এমন পোস্টারতো সচরাচর দেখা যায় না।
মতিন: জ্বি, এখানেও একটা ক্রিয়েটিভিটির বিষয় আছে। যেটা সবার কাছে নেই। আমার অভাব শুধু লাইন-ঘাটের। সেটা পেলে আমি অবশ্যই হিট নাটক-সিনেমা উপহার দিতে পারবো। এজন্য আপনাদের সহযোগিতা চাই।
মোহাম্মদ আব্দুল মতিনকে খুঁজে পেতে সহযোগিতা করেছেন নাট্যনির্মাতা জীবন শাহাদাৎ। ছবি তুলেছেন দিপু।
/এপিএইচ/এমএম/এমপি/এমএসএম/

 

সম্পর্কিত
মুজিবনগরে স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবাদ সংগ্রহ
আলাপচারিতায় ব্যারিস্টার আমীর উল ইসলাম ও মানস ঘোষমুজিবনগরে স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবাদ সংগ্রহ
করারোপ নীতি শিক্ষা সম্প্রসারণকে বাধাগ্রস্ত করবে: সলিমুল্লাহ খান
করারোপ নীতি শিক্ষা সম্প্রসারণকে বাধাগ্রস্ত করবে: সলিমুল্লাহ খান
‘নারীরা যে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন, এর নেপথ্যে শেখ হাসিনা’
বাংলা ট্রিবিউনকে ওয়াসিকা আয়শা খান‘নারীরা যে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন, এর নেপথ্যে শেখ হাসিনা’
‘মেয়েদের নিয়ে কেউই ঝুঁকি নিতে চায় না’
‘মেয়েদের নিয়ে কেউই ঝুঁকি নিতে চায় না’
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!