X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তনু হত্যার পর কাল মঞ্চে উঠছে তার দল

বিনোদন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৬, ১৬:০৯আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৯:০৭

সোহাগী জাহান তনু। ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের অষ্টম ব্যাচের নাট্যশিল্পী সোহাগী জাহান তনুকে হারানোর পর এবারই প্রথম মঞ্চে উঠছেন তার সহকর্মীরা।
দলটি নাটক মঞ্চায়ন করছে কাল শনিবার সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। মৈমনসিংহ গীতিকা অবলম্বনে আতিকুর রহমান সুজনের নির্দেশনায় এ নাটকটির নাম ‘চানমতির পালা’।
পিপলস থিয়েটার আয়োজিত ‘পঞ্চম জাতীয় যুব নাট্যোৎসব-২০১৬’ এর উদ্বোধনী দিনে এটি মঞ্চায়িত হচ্ছে।
এ প্রসঙ্গে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন আলম বলেন, ‘গতবার শিল্পকলায় আমাদের শোতে তনু ছিল। খুব প্রাণবন্তভাবে কাজ করেছে। শো শুরু হওয়ার আগে জাতীয় নাট্যশালার সামনে সাজসজ্জায় আমাকে সহযোগিতা করেছে। কিন্তু এবারের শোতে তাকে আর পাচ্ছি না। খুব মিস করছি আমরা সবাই। এবারের শো’টি তনুকে উৎসর্গ করেছি।’
মৃত্যুর কিছুদিন আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়ন এর আগে দলের শিল্পীদের মাঝে হিজাব পরে বসে আছেন তনু। প্রসঙ্গত, গত ২০ মার্চ রাতে ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকার একটি কালভার্টের রাস্তার পাশে ঝোঁপের মধ্যে ১৯ বছর বয়সী নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ পাওয়া যায়।  পাশেই পাওয়া যায় তার জুতা, ছেঁড়া চুল, ছেঁড়া ওড়না।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!