X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘হাশমি কখনও ধৈর্য হারান না’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ এপ্রিল ২০১৬, ১৬:১৪আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৬:৩৩

‘আজহার’ ছবিতে এমরান ও প্রাচী।অভিনেত্রী প্রাচী দেশাই তার সহ-অভিনেতা এমরান হাশমি সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন, এমরান কখনও ধৈর্য হারান না। ‘আজহার’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দু’জনে।
প্রাচী বলেন, ‘এমরানের সঙ্গে কাজ করতে গিয়ে শিখেছি কী করে আত্ম-নিয়ন্ত্রণ করতে হয়। আমি জানি না তিনি কীভাবে এতখানি ধৈর্য ধরে রাখতে পারেন।’
তিনি আরও বলেন, ‘যতবার রি-টেক নেওয়া হোক আর যে প্রশ্নই জিজ্ঞেস করা হোক, এমরান কখনওই অধৈর্য হন না।’
‘আজহার’ ছবির গল্পের মূল উপজীব্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের জীবন। আজহারউদ্দিন ১৯৯০ সাল থেকে ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন। কিন্তু ২০০০ সালে একটি ম্যাচ পাতানোর অভিযোগে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়।
এই ছবিতে আজহারউদ্দিনের চরিত্রে অভিনয় করেছেন এমরান হাশমি। এমরান ও প্রাচী ছাড়াও এতে অভিনয় করেছেন নার্গিস ফাখরি ও লারা দত্ত। টনি ডি’সুজা পরিচালিত এই ছবিটি প্রযোজনা করেছে যৌথভাবে বালাজি মোশন পিকচার্স ও এমএসএম মোশন পিকচার্স। আগামী ১৩ মে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।
সূত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
/ইউআর/এমএম/ 

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা