X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে মার্কিন মন্তব্যে আপত্তি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৪, ১৭:৫৩আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৭:৫৩

ভারতের গুরুত্বপূর্ণ বিরোধী নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের  বিষয়ে যুক্তরাষ্ট্রের করা মন্তব্যের তীব্র আপত্তি জানিয়েছে নয়া দিল্লি। বুধবার (২৭ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই আপত্তির কথা জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

ওয়াশিংটন বলেছে, তারা কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবেদনগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। এই ঘটনায় ন্যায্য আইনি প্রক্রিয়া অনুসরণের জন্য ভারতকে উৎসাহিত করছে যুক্তরাষ্ট্র। মার্কিন মন্তব্যের দুদিন পর আপত্তি জানালো ভারত। 

কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) রাজধানী অঞ্চল এবং উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের ক্ষমতায় রয়েছে। গত সপ্তাহে কেন্দ্রীয় আর্থিক অপরাধ তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে গ্রেফতার করে। ১৯ এপ্রিল ভারতে সাধারণ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে তাকে গ্রেফতার করা হলো।

আম আদমি পার্টির গুরুত্বপূর্ণ অনেক নেতাও কারাগারে বন্দি রয়েছেন। দলটির পক্ষ থেকে বানোয়াট  মামলায় বেআইনিভাবে  গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

ভারতের কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই ঘটনায়  রাজনৈতিক হস্তক্ষেপ অস্বীকার করেছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে,  ভারতের আইনি প্রক্রিয়াগুলো একটি স্বাধীন বিচার ব্যবস্থার ওপর ভিত্তি করে। যা উদ্দেশ্যমূলক এবং সময়োপযোগী ফলাফলের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে সন্দেহ পোষণ করা অযৌক্তিক।

বিবৃতিতে আরও বলা  হয়েছে, কূটনীতিতে, রাষ্ট্রগুলো অন্যের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ বিষয়গুলোর প্রতি শ্রদ্ধাশীল হবে বলে আশা করা হয়। এই দায়িত্ব গণতান্ত্রিক দেশের ক্ষেত্রে আরও বেশি। অন্যথায় এটি খারাপ নজির স্থাপন করতে পারে।

নির্বাচনের তফশিল ঘোষণার পর কেজরিওয়ালকে গ্রেফতারের ঘটনা মোদিকে চ্যালেঞ্জ জানানো বিরোধীরা ক্ষুব্ধ হয়েছে এবং আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে।

কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে যুক্তরাষ্ট্রের আগে জার্মানিও মন্তব্য করেছিল।  বার্লিন বলেছিল,  তারা আশা করছে এই ঘটনায় বিচার বিভাগের স্বাধীনতা এবং মৌলিক গণতান্ত্রিক নীতিগুলোর সঙ্গে সম্পর্কিত মান বজায় রাখা হবে।

নয়াদিল্লি এই মন্তব্যের প্রতিবাদে জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছিল। বার্তা সংস্থা  এএনআই জানিয়েছে, বুধবার নয়াদিল্লিতে মার্কিন মিশনের ভারপ্রাপ্ত ডেপুটি চিফকেও তলব করা হয়েছে।

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ দেশ। ওয়াশিংটন ও দিল্লি কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে এবং ওয়াশিংটন বিশ্বব্যাপী চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলার প্রচেষ্টায় নয়াদিল্লিকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে।  

/এএ/
সম্পর্কিত
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বশেষ খবর
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?