X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪, ১৪:৪২আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৪:৪২

গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি আবারও সমর্থন জানালেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। বুধবার (২৪ এপ্রিল) রাতে ইনস্টগ্রামে শেয়ার করা পোস্টে গাজায় ইসরায়েলি কার্যকলাপের তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

পোস্টে মালালা বলেন, আমি এখানে বলতে চাই, গাজার মানুষের প্রতি আমার সমর্থন নিয়ে কোনও সংশয় নেই।

তিনি আরও বলেন, ছয় মাসের বেশি সময় ধরে গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর নিরলস নৃশংসতা দেখছি আমরা। এই সপ্তাহে গাজার নাসের ও আল-শিফা হাসপাতালে আবিষ্কৃত গণকবর ফিলিস্তিনিদের সাথে হওয়া বর্বরতার প্রমাণ।

মালালা বলেন, গাজায় যুদ্ধবিরতি জরুরি ও প্রয়োজনীয়। কারণ আমরা আর মরদেহ দেখতে চাই না। বিদ্যালয়ে বোমাবর্ষণ ও ক্ষুধার্ত শিশুদের দেখতে চাই না।

শান্তিতে নোবেলজয়ী মালালা বলেন, আমি ইসরায়েল সরকারের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধের নিন্দা আগেও জানিয়েছি, ভবিষ্যতেও জানাব। এছাড়া গাজায় যুদ্ধবিরতি ও জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে যুক্তরাষ্ট্রে ভোটাধিকার আন্দোলনের উপর একটি ব্রডওয়ে মিউজিক্যাল প্রোগ্রাম তৈরির খবর প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন মালালা। এমনকি ফিলিস্তিনের প্রতি সমর্থন নিয়ে নিজ দেশ পাকিস্তানেই তার বিরুদ্ধে বিতর্ক ছড়িয়ে পড়ে।

হিলারি যেহেতু ইসরায়েলপন্থি হিসেবে পরিচিত, তাই বিতর্ক ছড়ায়, মালালাও ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থন থেকে সরে এসেছেন। মানবাধিকার কর্মী হিসেবে তার গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে। কারণ ব্রডওয়ের ওই গীতিনাট্য সহপ্রযোজনা করেছেন মালালা ও হিলারি।

এমন বিতর্কের মুখে অবশেষে বাধ্য হয়েই নিজের অবস্থান স্পষ্ট করেন মালালা।

/এস/
সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ