X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় হামলার পরিকল্পনা করছে জার্মানির সেনারা?

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৪, ১৭:০৬আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৪:৪৯

জার্মানির সেনারা রাশিয়ায় হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে রাশিয়া। জার্মান মিলিটারির কথিত একটি রেকর্ডে দেখা গেছে, রাশিয়ার ভূখণ্ডে হামলার পরিকল্পনা করছে দেশটি। এছাড়া, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এই পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছেন কিনা তা জানতে চাওয়া হয়েছে। সোমবার (৪ মার্চ) এমন দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

গত সপ্তাহে রাশিয়ার মিডিয়া একটি অডিও রেকর্ডিং প্রকাশ করেছিল। সেটিতে সিনিয়র জার্মান মিলিটারি কর্মকর্তাদের ইউক্রেনের জন্য অস্ত্র এবং ক্রিমিয়া ব্রিজে কিয়েভের সম্ভাব্য একটি হামলা নিয়ে আলোচনা করেছিল। এরই পরিপ্রেক্ষিতে রুশ কর্মকর্তারা এ বিষয়ে জার্মানির কাছে একটি ব্যাখ্যা চাইতে বাধ্য হয়েছেন। 

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘রেকর্ডিং থেকেই বোঝা যাচ্ছে বুন্দেসওয়ের রুশ ভূখণ্ডে হামলা চালানোর পরিকল্পনা নিয়ে যথেষ্ট এবং দৃঢ়ভাবে আলোচনা হয়েছে। এর জন্য কোনও আইনি ব্যাখ্যার প্রয়োজন নেই। এখানেই সবকিছুই স্পষ্ট করা আছে।’

পেসকভ আরও বলেন, জার্মানির রাষ্ট্রদূতকে তলব করে এর ব্যাখ্যা চেয়েছে রাশিয়া। জার্মানি জানিয়েছে, রেকর্ডিংয়ের বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, ‘বুন্দেসওয়ের নিজ উদ্যোগে এমনটি করছে কিনা তা এখন আমাদের খুঁজে বের করতে হবে। এরপরই প্রশ্ন ওঠে, বুন্দেসওয়ের কতটা নিয়ন্ত্রণযোগ্য এবং শোলজ এই পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণ করে? নাকি এটি জার্মান সরকারেরই নীতির অংশ?’

পেসকভ আরও বলেন, ‘উভয় পরিস্থিতিই খুব খারাপ। উভয়েই আবার ইউক্রেন সংঘাতে দেশটির আশপাশের সম্মিলিত পশ্চিমের দেশগুলোর সরাসরি সম্পৃক্ততার ওপর জোর দেয়।’

ন্যাটো দেশগুলোর একটি জার্মানি। দেশটি ইউক্রেনকে ট্যাঙ্কসহ অস্ত্র সরবরাহ করেছে। রাশিয়া দেশটির এমন আচরণকে ‘সম্মিলিত পশ্চিমা’ তৎপরতা বলে উল্লেখ করেছে। দেশটির অভিযোগ, ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে জোটটি।

তবে ন্যাটো বলেছে, তারা শুধু রুশ আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় কিয়েভকে সাহায্য করছে।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বশেষ খবর
তাপমাত্রা বাড়ায় কিছু লোডশেডিং হলেও এখন অবস্থা ভালো: নসরুল হামিদ
তাপমাত্রা বাড়ায় কিছু লোডশেডিং হলেও এখন অবস্থা ভালো: নসরুল হামিদ
১০ ও ১১ মে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি
১০ ও ১১ মে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি
এক থানা থেকে দুই এসআই তিন এএসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার
এক থানা থেকে দুই এসআই তিন এএসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া